আগাগোড়া ধারা🐼বাহিকতা বজায় রেখে বিগ ব্যাশ লিগের খেতাব ঘরে তুলল পারথ স্কর্চার্স। ফাইনালে সিডনি সিক্সার্সকে একতরফা ম্যাচে ৭৯ রানে পরাজিত করে তারাಞ।
লিগের ১৪ ম্যাচের ১১টিতে জয় তুলে নিয়েছিল পারথ। তারা ౠএক নম্বরে থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করে। পরে কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সকে হারিয়েই তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। সিডনি পরে চ্যালেঞ্জারের বাধা টপকে ফাইনালের যোগ্যতা অর্জন করে। কোয়ালিফায়ারের মতো খেতাবি লড়াইয়েও পারথের কাছে বিধ্বস্ত হতে হয় সিক্সার্সকে।
মেল💯বোর্নের ডকল্🍌যান্ডস স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পারথ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। লরি ইভান্স ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭৬ রান করেন। ৩৫ বলে ৫৪ রান করেন ক্যাপ্টেন অ্যাস্টন টার্নার। সিডনির হয়ে ২টি করে উইকেট নেন স্টিভ ও'কীফ ও ন্যাথন লিয়ঁ।
পালটা ব্যাট করতে নেমে সিডনি ১৬.২ ওভারে মাত্র ৯২ রানে অল-আউট হয়ে যায়। একা লড়াই চালান 𝔍ড্যানিয়েল। তিনি ৪২ রান করে আউট হন। বাকিরা কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
অ্যান্ড্রু টাই ১৫ রানে ৩টি উইকেট নেন। ২০ রানে ২টি উইকেট নিয়েছেন ঝা🐻ই রিচার্ডসন। ১টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ, টার্নার, পিটার ও অ্যাস্টন এগর। পারথ স্কর্চার্স এই নিয়ে মোট চারবার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হয়। এর আগে তারা ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৬-১৭ মরশুমের খেতাব জিতেছে। সেদিক থেকে ৫ বছর পর তারা বিবিএল খেতাব পুনরুদ্ধার করল বলা যায়।
৭৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লরি ইভান্স। সাকুল্যে ৫৭৭ রান🔯 সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন হবার্ট হ্যারিকেনসের বেন ম্যাকডারমট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।