বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ গ্রেডে জায়গা হল না মিতালি রা🔯জের। অভিজ্ঞ ঝুলন গোস্বামীও জায়গা💦 পেলেন ‘বি’ গ্রেডে।
বুধবার বিসিসিআই মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করে। যদিও এই চুক্তির মেয়াদ ২০২০-র অক্টোবর থেকে ২০২১-এর সেপ্টে𓃲ম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার ‘এ’ গ্রেডে রয়েছেন মাত্র ৩ জন ♎ক্রিকেটার। তিন ফর্ম্যাটেই মাঠে নামা টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীত ছাড়া এই ক্যাটাগরিতে রয়েছেন স্মৃতি মন্ধনা ও পুণম যাদব।
মিতাল🥂ি ও ঝুলন♊ ছাড়া ৩০ লক্ষ টাকার ‘বি’ গ্রেডে রয়েছেন দীপ্তি শর্মা, পুণম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া ও জেমিমা রডরিগেজ।
বার্ষিক ১০ লক্ষ টাকার ‘সি’ গ্রেডে রয়েছেন মানসী যোশি, অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রকার, হার্লিন দেওয়ল, প্রিয়া পুনিয়া ও বাংলার রিচা ঘোষ। উল্লেখযোগ্য বিষয় হল, বেদা কৃষ্🌳ণমূর্তী জায়গা পাননি কেন্দ্রীয় চুক্তিতে। অভিজ্ঞ একতা বিস্টের নাম নেই তালিকায়।
তিন ক্যাটাগরি মিলিয়ে মোট ১৯জন মহিলা ক্রিকেটারের নাম রয়েছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায়। মিতালি ও ঝুলন টি-২০✅ ক্রিকেট খেলেন না বলেই সম্ভবত তাঁদের স🍸র্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা হয়নি।
এ গ্রেড (৫০ লক্ষ টাকা): হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও পুণম যাদব।
বি গ্রেড (৩০ লক্ষ টাকা): মিতালি র𒊎াজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুণম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পান্ডে, ত♈ানিয়া ভাটিয়া ও জেমিমা রডরিগেজ।
সি গ্রেড (১০ লক্ষ টাকা): মানসী যোশি, 🐟অরুন্ধতী রেড্ডি, পূজা বস্ত্রকার, হার্লিন দেওয়ল, প্রিয়া পুনিয়া ও💧 রিচা ঘোষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।