এখনও আইপিএল খেলছেন ধোনি। তাই যুক্𝕴ত হওয়া যাবে না অন্য ক⛦োনও দেশের টি-২০ লিগে। বিসিসিআই নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিল। ফলে চেন্নাই সুপার কিংসের আশায় জল পড়ল বলা যায়।
দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ লিগের ৬টি দলের মালিকানাই রয়েছে ৬টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হাতে। চেন্♔নাই সুপার কিংসেরও দল রয়েছে একটি। সඣিএসকে তাঁবু গাড়ছে জোহানেসবার্গে। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল ধোনিকে সেই দলের মেন্টর করতে। তবে বোর্ড অনুমতি দেবে না বলেই খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এক বিসিস✃িআই কর্তা পুনরায় মনে করিয়ে দিয়েছেন যে, কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশি লিগের সঙ্গে যুক্ত হতে চাইলে, তাঁকে আগে বিসিসিআই💦য়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।
সংশ্লিষ্ট বোর্ড কর্তা এপ্রসঙ্গে বলেন, ‘এটা তো পরিষ্কার, কোনও ভারতীয় ক্রিকেটার, এমনকি ঘরোয়া ক্রিকেটাররাও সব ধরণের খেলা থেকে অবসর নেওয়ার আগে অন্য কোনও লিগে যোগ দিতে পারে না। যদি কোনও ভারতীয় খেলোয়াড় নত🌳ুন লিগগুলিতে যোগ দিতে চায়, তবে বিসিসিআইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তবেই সেটা সম্ভব।’
আরও পড়ুন:- C🔜SA T20 League: দল গঠনের শুরুতেই চমক, বাটলার-মিলারদের জালে তুলল পার্ল রয়্যালস
ধোনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তা সত্ত্বেও তিনি দক্ষিণ আফ্রিকার লিগে মেন্টরের ভূমিকা পালন করতে পারবেন না। তার কারণ, ধোনি এখনও আইপিএল থেকে অবসর নেননি। এপ্রসঙ্গে বোর্ডꦗ কর্তা বলেন, ‘তাহলে (দক্ষিণ আফ্রিকার লিগে মেন্টর হলে) ও আইপিএল খেলতে পারবে না। আগে এখানে অবসর নিতে হবে ওকে।’
আরও পড়ুন:- SA T20 League♌: 'ঘরের' নরখিয়া ও অনামী খেলোয়াড়কে নিলেন পন্তের DC-র মালিক🦩রা!
ভারতীয়꧃ ক্রিকেট বোর্ড বিদেশি লিগে খেলোয়াড় ছাড়ার বিষয়ে অত্যন্ত কঠোর। কোনওভাবেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ব্র্যান্ড ভ্যালু কমতে দিতে রাজি নয় বিসিসিআই। অন্য লিগে খেলা তো দূরের কথা, অতীতে ত্রিনবাগো নাইট রাইডার্সের ডাগ-আউট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেলা দেখার জন্য দীনেশ কার্তিককে ক্ষমা চাইতে হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।