শেষ হল তৃতীয় দিনের খেলা। ঝাড়খণ্ড তুলল ৪৮ ওভারে ১৬২/৭ রান। সাত রানের নিল তারা। এদিনের ম্যাচে সর্বাধিক ঝাড়খণ্ডের হয়ে সর্বাধিক ৬৪ রান করেন আর্যমান সেন। অনুকূল রায় করেন ৪০ রান। দলের অধিয়ানক বিরাট সিং ২৯ বলে ২৯ রান করে আউট হন। এদিন বল হাতে বাংলার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও আকাশ ঘটক। ইশান পোড়েল একটি উইকেট শিকার করেন। তবে এদিনের শুরুতে দারুণ ব্যাট করেন শাহবাজ আহমেদ। দিনের শুরুতে ব্যাট হাতে বাংলার শাহবাজ আহমেদ করেন ১২০ বলে ৮১ রান। এছাড়াও অভিষেক পোড়েল ৫২ বলে ৩৩ রান করেন। আকাশ ঘটক ১২ রানের ইনিংস খেলেন। ফলে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়েছিল বাংলা। তার জবাবে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের স্কোর ১৬২/৭ রান।
শেষ হল তৃতীয় দিনের খেলা। ঝাড়খণ্ড তুলল ৪৮ ওভারে ১৬২/৭ রান। সাত রানের নিল তারা। এদিনের ম্যাচে সর্বাধিক ঝাড়খণ্ডের হয়ে সর্বাধিক ৬৪ রান করেন আর্যমান সেন। অনুকূল রায় করেন ৪০ রা𝓡ন। দলের অধিয়ানক বিরাট সিং ২৯ বলে ২৯ রান করে আউট হন। এদিন বল হাতে বাংলার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও আকাশ ঘটক। ইশান পোড়েল একটি উইকেট শিকার করেন। তবে এদিনের শুরুতে দারুণ ব্যাট করেন শাহবাজ আহমেদ। দিনের শুরুতে ব্যাট হাতে বাংলার শাহবাজ আহমেদ করেন ১২০ বলে ৮১ রান। এছাড়াও অভিষেক পোড়েল ৫২ বলে ৩৩ রান করেন। আকাশ ঘটক ১২ রানের ইনিংস খেলেন। ফলে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়েছিল বাংলা। তার জবাবে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের স্কোর ১৬২/৭ রান।
02 Feb 2023, 04:28 PM IST
লিড নিতে শুরু করল ঝাড়খণ্ড
৪৬তম ওভারেই লিড নিতে শুরু করল ঝাড়খণ্ড। ফলে ইনিংসের হার বাঁচাল তার🍃া। তবে এই জায়গা পৌঁছাতে গিয়ে তারা তাদের সাত উইকেট হারিয়েছে।
02 Feb 2023, 04:15 PM IST
ঝাড়খণ্ডের ৭ উইকেটের পতন
আউট হলেন ঝাড়খণ্ডের আর্যমান সেন। ইশান পোড়েলের বলে বড় হিট করতে গিয়ে ঘরামির হাতে ক্যাচ দিয়ে বসেন আর্ষমান। অসাধারণ ক্যাচ ধরতে ಞভুল করেননি সুদীপ ঘরামি। ঝাড়খণ্ডের স্কোর ১৫৩/৭ রান
02 Feb 2023, 04:04 PM IST
ঝাড়খণ্ডের ৬ উইকেট
আউট হলেন ঝাড়খণ্ডের বিরাট সিং। শাহবাজের বলে স্লিপে ক্যাচ তোলেন বির🔯াট। অসাধারণ ক্যাচ ধরতে ভুল করেননি মনোজ তিওয়ারি।
02 Feb 2023, 03:53 PM IST
আর্যমানের অর্ধশতরান
অর্ধশতরান পূর্ণ করলেন আর্যমান। ১২৫ বলে ৫৩ রান করে খেলছেন তিনি। ঝাড়খণ্ডে🔯র স্কোর ৪১ ওভারে ১৩৬/৫ রান।
02 Feb 2023, 03:38 PM IST
১০০ রানের গণ্ডি টপকাল ঝাড়খণ্ড
৩৫ ওভারে ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। অনুকূল🅺 আউট হলেও হাল ধরে রেখেছে আর্যমান। ১০৬ বলে ৪২ করে ফেলেছেন তিনি। বিরাট ৯ বলে ৪ রান করেছেন। ৩৫ ওভার শেষে ৫ উইকেটে ১০১ রান ঝাড়খণ্ডের।
02 Feb 2023, 03:14 PM IST
পঞ্চম উইকেট পড়ল ঝাড়খণ্ডের
অনুকূল রায়কে ফেরালেন শাহবাজ আহমেদ। ৫৮ বলে ৪০ করে ক্যাচ দিয়ে দিয়ে সাজঘরে ফেরেন অনুকূল। পঞ্চম উইকেট হারাল ঝাড়খণ্ড। ৩২ ওভার শেষে ৫ উইকেটে ৯৪ র🍌ান ঝাড়খণ্ডের। আর্যমান ৩৯ করে লড়াই চালাচ্ছেন। অনুক🔥ূলের পরিবর্তে নামা বিরাট সিং ৪ বল খেলে আপাতত ১ রান করেছেন।
02 Feb 2023, 03:03 PM IST
ছন্দে আর্যমান-অনুকূল
ভালো ছ🐽ন্দে ঝাড়খণ্ডের আর্যমান সেন (৩৮ রান) এবং অনুকূল রায় (৩৭ রান)। তারা স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করার চেষ্টা করছে। ৩০ ওভার শেষে ৪ উইকেটে ঝাড়খণ্ডের সংগ্রহ ৮৯ রান।
02 Feb 2023, 02:15 PM IST
চায়ের বিরতি
চায়ের ব💫িরতির আগে ২৪ ওভারের খেলা হয়েছে। এই মুহূর্ত꧙ে ৬২/৪ রান তুলল ঝাড়খণ্ড। দুটি করে উইকেট পেয়েছে বাংলার দুই আকাশ।
02 Feb 2023, 01:53 PM IST
২০ ওভার ঝাড়খণ্ডের স্কোর ৫১/৪
ঝাড়খণ্ডকে চাপের মধ্যে ফেলে দিয়েছে বাংলা। মাত্র ২১ রানের মধ্যেই 💮চার উইকেট তুলে নিয়েছে বাংলার দুই আকাশ। তবে তারপর থেকে অনুকূল রায় ও আর্য রিয়ামান সဣেন লড়াই চালাচ্ছেন।
02 Feb 2023, 01:21 PM IST
চতুর্থ উইকেটের পতন
ঝাড়খণ্ডের চতুর্থ উইকেটের পতন। ২১ রানের মধ্যেই চতুর্থ উইকেট হারাল ঝাড়খণ্ড। কুম🏅ার কুশাগ্রাকে LBW আউট করলেন আকাশ ঘটক। ৯ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন কুমার কুশাগ্রা। ঝাড়খণ্ডের স্কোর ১৩.২ ওভারে ২১/৪ রান।
02 Feb 2023, 01:01 PM IST
আউট…
ঝাড়খণ্ডের তৃতীয় উইকেটের পতন। ১৫ রানের মধ্যেই তিন 👍উইকেট হারাল ঝাড়খণ্ড। পঙ্কজ কুমারকে বোল্ড করলেন আকাশ ঘটক। ১২ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন পঙ্কজ কুমার। ঝাড়খণ্ডের স্কোর ১০ ওভারে ১৫/৩ রান।
02 Feb 2023, 12:38 PM IST
দ্বিতীয় উইকেটের পতন
চার রানের ম💮ধ্যে দুই উইকেট হারাল ♔ঝাড়খণ্ড। কুমার দেবব্রতের পরে এবার আউট হলেন কুমার সুরাজ। এবারও বাংলার হয়ে উইকেট নিলেন নিলেন আকাশ দীপ।
02 Feb 2023, 12:22 PM IST
শুরুতেই উইকেট তুলল বাংলা
দলের ও নিজস্ব শূন্য রানে আউট হলেন কুমার দেবব্রত। বাংলার হয়ে প্রথম উইকেট নিলেন আꦍকাশ দীপ।
02 Feb 2023, 12:14 PM IST
শেষ হল লাঞ্চ ব্রেক
শেষ হল ম্যাচের তৃতীয় দিনের💙 লাঞ্চ ব্রেক। বাংলার ইনিংসের ঘোষণার পরে মাত্র এক ওভার খেলেছে ঝাড়খণ্ড। এখনও রানের খাতা খুলতে পারেনি তা༒রা। এখন দেখার এই সেশনে কী হয়।
02 Feb 2023, 11:36 AM IST
শুরু ঝাড়খণ্ডের দ্বিতীয় ইনিংস
বাংলার থেকে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করল ঝাড়খণ্ড। এক ওভার খেলার পরেই লাঞ্চ ব্রꦦেক হয়ে যায়। এক ওভার শেষে ঝাড়খণ্ডের স্কোর
02 Feb 2023, 11:21 AM IST
৩২৮ রানেই শেষ বাংলার প্রথম ইনিংস
৩২৮ রানেই শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। ঝাড়খণ্ড🐽ের বিরুদ্ধে ১৫৫ রানের লিড নিল বাংলা। ৮১ রান করেল শাহবাজ আহমেদ।
02 Feb 2023, 10:57 AM IST
আউট মুকেশ কুমার
৩০১ রানের মধ্যে নিজে🐻দের নবম উইকেট হারাল বাংলা। ১ রান করে সাজঘরে ফিরলেন মুকেশ কুমার।
02 Feb 2023, 10:51 AM IST
আউট আকাশ দীপ
শাহবাজের সঙ্গে ভুল বোঝাবুঝির🤡 কারণে রান আউট হলেন আকাশ দীপ। ৩ বলে তিনি ১ রান করেন। ৩০০ রানে আট উইকেট 🌌হারাল বাংলা। এখন ১২৭ রানে এগিয়ে রয়েছে তারা।
02 Feb 2023, 10:38 AM IST
বাংলার সপ্তম উইকেটের পতন
☂২৯৯ রানে সপ্তম উইকেট হারাল বাংলা। ৪৯ বলে ১২ রান করে আউট হলেন আকাশ ঘটক।
02 Feb 2023, 10:32 AM IST
শাহবাজের হাফ সেঞ্চুরি
৯০ বলে ৫৪ রান করে ক্🙈রিজে রয়েছেন শাহবাজ আহমেদ। বাংলার 👍স্কোর ৯৯ ওভার শেষে ২৯৮/৬ রান।
৩৩ রান করে আউট হলেন অভিষেক পোড়েল। ২৫৬ রানে বাংলা তাদের ছয় নম্বর উইক🐟েট হারাল। রাহুল শুক্লর বলের আউট হয়ে সাজঘরে ফেরেন তিনিꦇ।
02 Feb 2023, 09:17 AM IST
৮৪ ওভার বাংলার স্কোর ২৫১/৫
৮৪তম ওভারেই ২৫০ টপকাল বাংলা। অভিষেক পোড়েল ও শাহবাজ আহমꦺেদ এখনও উইকেটে রয়েছেন। তবে ৮৪তম ওভারে আশিস কুমারের বলে হাল্কা চোট পেলেন অভিষেক পোড়েল।
02 Feb 2023, 09:07 AM IST
তৃতীয় দিনের খেলা শুরু
দিনের প্রথম ওভারে আট রান নিয়ে শুরু করল বাংলা। ৮২ ওভারের শেষে বাংলার স্কোর ২৪৬/৫ রান। পোড়েল ৪১ বলে ৩২ রান করে ক্রিজে রয়েছেন এবং শাহবাজ ১৭ রান করে খেলছেন। ৭৩ রানের লিড নিয়েছে বাংল🌸া।
02 Feb 2023, 08:44 AM IST
HT বাংলার লাইভে স্বাগত
এই মুহূর্তে ৬৫ রানে এগিয়ে রয়েছে বাংলা। শাহবাজ ৪২ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন এবং অভিষেক পোড়েল ৩৭ বলে ২৫ রান করে ক্রিজে রয়েছ🗹েন। এবার এই লিডকে বড় রানের দিকে নিয়ে যেতে চাইবে বাংলা। দেখার শাহবাজরা ঝাড়খণ্ডকে কত রানের লক্ষ্য দিতে পারে।