4 মিনিটে পড়ুন Updated: 31 Jan 2023, 05:35 PM ISTTania Roy
বাংলা এ বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া ছাড়া দ্বিতীয় ভাবনা ভাবছে না। তারা চাইছে দল হিসেবে নিজেদের সেরাটা নিংড়ে দিতে। তবে এ বার বাংলার বোলাররা বেশ ভালো ছন্দে রয়েছেন। বিপক্ষকে চাপে রাখছেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচেও বাংলার বোলারদের সৌজন্যে ঝাড়খণ্ডের ব্যাটিং অর্ডার মাত্র ১৭৩ রানে গুড়িয়ে যায়।
বাংলার একটাই লক্ষ্য, রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। ঝাড়খণ্ড প্রথমে ব্যাট করতে নামলে মাত্র বাংলার বোলারদের দাপটে মাত্র ১৭৩ রানে গুটিয়ে যায়। একা লড়াই চালান কুমার সুরজ। তিনি ১৭৫⭕ বলে ৮৯ করে অপরাজিত থাকেন। বাকি ব্যাটাদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন পঙ্কজ কুমার। এ ছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন দুই টেল এন্ডার ব্যাটার- শাহবাজ নাদিম (১০) এবং আশিস কুমার (১২)।
বাংলার হয়ে ৪ উইকেট নিয়েছেন আকাশ দীপ। মুকেশ কুমার নিয়েছেন তিন উইকেট। ইশান পোড়েল এবং আকাশ ঘটক ১টি করে উইকেট𝓰 নিয়েছেন।
31 Jan 2023, 05:35 PM IST
খারাপ আলোর জন্য ব্যাট করতে নামা হল না বাংলার
প্রথম দিন বাংলা ১৭৩ রানে ঝাড়খণ্ডকে ꦺগুটিয়ে দিলেও ব্যাট করতে নামা হল না বাংলার। খারাপ আলোর জন্য খেলা 🀅আগেই বন্ধ হয়ে যায়।
31 Jan 2023, 03:52 PM IST
১৭৩ রানে গুটিয়ে গেল ঝাড়খণ্ড
আকাশ দীপ এবং মুকেশ কুমারদের দাপটে শুরু থেকেই নড়বড় করছিল ঝা🐷ড়খণ্ড। শেষ পর্যন্ত তারা ১৭৩ রানে গুটিয়ে গেল। ৬৬.২ ওভারে আশিস কুমারকে রান আউট করেন সুদীপ। ৮ বলে ১২ করে আউট হন আশিস। সেই সঙ্গে দশ নম্বর উইকেট হারায় ঝাড়খণ্ড। একমাত্র ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন কুমার সুরজ। তিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৮৯ করে অপরাজিত থাকেন।
31 Jan 2023, 03:29 PM IST
পরপর ২ ওভারে ২ উইকেট হারাল ঝাড়খণ্ড
অকাশ দীপ একেবারে দুরন্ত ছন্দে রয়েছেন। তিনি তাঁর চতুর্থ উইকেট নিলেন শাহবাজ নাদিমকে ফিরিয়ে। ঝাড়খণ্ড হারাল অষ্টম উইকেট। ৪১ বলে ১০ 𒅌রান করে এলবিডব্লিউ হন শাহবাজ। ৬২তম ওভারে ঝাড়খণ্ড ১৫০-তে পৌঁছলেও, চতুর্থ বলে ধাক্কা খায় তারা।
এর ঠিক পরে𝐆র ওভার অর্থাৎ ৬৩তম ওভারের রাহুল শুক্লাকে সাজঘরে ফেরান মুকেশ কুমার। এই নিয়ে তৃতীয় উইকেট নিলেন মুকেশ। নবম উইকেট পড়ল ঝাড়খণ্ডের। রাহুল শুক্লা ৫ বল খেলে শূন্য করে ইশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৬৩ ও🌄ভার শেষে ৯ উইকেটে ১৫৩ রান ঝাড়খণ্ডের। কুমার সুরজ ৮১ করে লড়াই চালাচ্ছেন।
31 Jan 2023, 02:00 PM IST
সপ্তম উইকেট হারাল ঝাড়খণ্ড
সুপ্রিয় চক্রবর্তীকে বোল্ড করেন ইশান পোড়েল। দলের ১২🌼২০ রানের মাথায়। ২৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন সুপ্রিয়। মাত্র ৫০ ওভারে ১২১ রানে ৭ উইকেট হারিয়ে বসে থাকল ঝাড়খণ্ড। মারাত্মক চাপꦓে পড়ে গিয়েছে তারা। ১২৮ বলে ৬১ করে একা লড়ছেন কুমার সুরজ।
31 Jan 2023, 01:32 PM IST
ষষ্ঠ উইকেট পড়ল ঝাড়খণ্ডের
ষষ্ঠ উইকেট হারাল ঝাড়খণ্ড। ৩৩ বলে ২১ করে সাজঘরে ফিরলেন তিনি। মুকেশের বলে ক্যাচ ধরেন 𒆙মনোজ। ৪৩ ওভারে ৬ উইকেটে ১০৯ রান ঝাড়খণ্ডের।
31 Jan 2023, 01:11 PM IST
১০০ করল ঝাড়খণ্ড
৪০ ওভার ঝাড়খণ্ড ৫ উইকেট হারিয়ে ১০০ করে ফেলল। কুমার সুরজ ১০৪ বলে ৫৩ রান করে লড়াই চা♍লাচ্ছেন। তাঁ♍র সঙ্গে ক্রিজে রয়েছেন পঙ্কজ কুমার। ২৪ বলে তিনি ১৫ রান করেছেন।
31 Jan 2023, 12:52 PM IST
কুমার সুরজের হাফসেঞ্চুরি
একা লড়ছেন কুমার সুরজ। করে ফেললেন হাফসে๊ঞ্চুরিও। আকশ দীপকে চার মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৩৬ ওভার শেষে ৫ উইকেটে ৮৫ রান ঝাড়খণ্ডের। ৯৭ বলে ৫১ করে লড়ছেন সুরজ।
31 Jan 2023, 12:39 PM IST
লাঞ্চের পরেই পড়ল পঞ্চম উইকেট
লাঞ্চের পর পঞ্চম উইকেট পড়ল ঝাড়খণ্ডের♊। কুমার কুশাগরা ২৭ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। আ♕কাশ দীপের বলে অভিমন্যু ক্যাচ ধরেন। ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান ঝাড়খণ্ডের। কুমার সুরজ ৭৯ বলে ৪৭ করে লড়াই চালাচ্ছেন।
31 Jan 2023, 11:38 AM IST
একা কুম্ভ আগলাচ্ছেন কুমার সুরজ
দলের উল্টো প্রান্তে একের পর এক উইকেট হারালেও একা লড়াই চালিয়ে যাচ্ছেন কুমার সুরজ। ৭৪ বলে ৪৬ করে ফেলেছেন তিনি। এই মুহূর্তে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন๊ কুমার কুশাগরা। তিনি ১৯ বল খেলে মাত্র ২ করেছেন। লা♐ঞ্চের আগে ৩০ ওভার শেষে ঝাড়খণ্ডের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান।
31 Jan 2023, 11:18 AM IST
অনুকূলকে ফেরালেন মুকেশ
ঝাড়খণ্ডকে চতুর্থ ধাক্কা দিলেন মুকেশ কুমার। ১৩ বলে ৪ করে আউট হ🦂লেন অনুকূল রায়। মনোজ তিওয়ারি তাঁর ক্যাচ ধরেন। ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ঝাড়খণ্ডের সংগ্রহ ৬১ রান। কুমার সুরজের সংগ্রহ ৬২ বলে ৩৭ রান।
31 Jan 2023, 10:55 AM IST
তৃতীয় উইকেট পড়ল
তিন নম্বর উইকেꩲট পড়ল ঝাড়খণ্ডের। বিরাট সিং ২৪ বলে ৬ রান করে আকাস ঘটকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ২২ ওভার শেষে ৩ উইকেটে ৫৬ রান ঝাড়খণ্ডের। কুম♔ার সুরজ ৫৪ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন।
31 Jan 2023, 10:51 AM IST
৫০ পার করল ঝাড়খণ্ড
২০ ওভারে ৫০ পার করল ঝাড🍒়খণ্ড। কুমার সুরজ লড়াই চালাচ্ছেন। ৪৬ বলে ৩১ করে ফেলেছেন তিনি। তাঁর হাত ধরেই ৫০-এর গণ্ডি টপকে গেল ঝাড়খণ্ড। ১৯ ওভারে ৫০ করে ঝাড়খণ্ড। ২০🉐 ওভার শেষে ঝাড়খণ্ডের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। সুরজের সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট সিং। ২২ বলে ৬ রান করেছেন বিরাট।
31 Jan 2023, 10:17 AM IST
দ্বিতীয় উইকেট পড়ল ঝাড়খণ্ডের
দ্বিতীয়🐻 ধাক্কা খেল ঝ✤াড়খণ্ড। আকাশ দীপই তুলে নিলে দ্বিতীয় উইকেটটি। আর্যমান সেন ৩০ বলে মাত্র ৪ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। ১২ ওভার শেষে ২ উইকেটে ৩১ রান ঝাড়খণ্ডের।
31 Jan 2023, 09:34 AM IST
প্রথম উইকেট হারাল ঝাড়খণ্ড
ষষ্ঠ ওভারের তৃতীয় বলে কুমার দেবব্রতকে ফেরালেন আকাশ দীপ। ২১ বলে ৮ করে বো🎀ল্ড হন ঝাড়খণ্ডের ওপে💞নার। ৬ ওভার শেষে ঝাড়খণ্ডের স্কোর ১ উইকেটে ১০ রান।
31 Jan 2023, 09:32 AM IST
ঝাড়খণ্ডের ধীরে চলো নীতি
কোনও রকম তাড়াহুড়ো না করে ধীরে চলো নীতি নিয়েছে ঝাড়খণ্ড। দলের দুই ওপেনার ধীরেসুস্থে দলের স্কোরকার্ডে রান যোগ করার চেষ্টা করছেন। যে কারণে প্রথম ৫ ওভারে তারা মা⭕ত্র ১০রান করেছেন। আর্যমান সেন ১৩ বল খেলে মাত্র ১ রান করেছেন। কুমার দেবব্রত আবার ১৮ বল খেলে ৮ রান করেছেন।
31 Jan 2023, 09:06 AM IST
টস জিতল বাংলা
টস জিতল বাংল🎉া। তারা প্রথমে ফিল্ড♛িং নিয়েছে। বাংলার লক্ষ্য, ঝাড়খণ্ডকে দ্রুত আলআউট করা।
31 Jan 2023, 08:13 AM IST
ঝাড়খণ্ডের এই মরশুমে রঞ্জি সফর
ঝাড়খণ্ড এলিট-সি গ্রুপ থেকে দ্বি✤তীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিক෴িট হাতে পায়। ৭ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ জেতে তারা। হারের মুখ দেখে ২টি ম্যাচে।
31 Jan 2023, 08:13 AM IST
বাংলার এই মরশুমে রঞ্জি সফর
মঙ্গলবার থেকে ইডেনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলা। এলিট-এ গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে রঞ্জির শেষ আটের টিকিট নিশ্চিত করেন মনোজ তিওয়ারিরা। লিগের ৭𒅌টি ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে হারের মুখ দেখে বাংলা। চারটি ম্যাচে তারা সরাসরি জয় তুলে নেয় বাংলা, যার মধ্যে ২টি ম্যাচ জেতে ইনিংসের ব্যবধানে।
31 Jan 2023, 08:13 AM IST
ইডেনে খেলাটা বাংলার অ্যাডভান্টেজ
এলিট-এ গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে নক-আউটে উঠেছে বাংলা। তারা কোয়ার্টার ফাইনালে এলি💮ট-সি গ্রুপের দু'নম্বর দল ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাঠে নামবে। উল্লেখযোগ্য বিষয় হল, গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ আটের ম্য়াচ খেলবে নিজেদের ঘরের মাঠে। সুতরাং, বাংলা ইডেনে খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল ম্য়াচ। এটা নিঃসন্দেহে মনোজদের কাছে অ্যাডভান্টেজ।