আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলা। ১৯ জনের স্কোয়াডে অবশ্য নাম নেই মনোౠজ তিওয়🦩ারি, অনুষ্টুপ মজুমদারের মতো সিনিয়র তারকাদের।
বাংলার নির্বাচকরা অতীতেও সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে সিনিয়র তারকাদের সরিয়ে রেখে ইঙ্গিত দিয়েছিলেন যে, টি-২০ ক্রিকেটে তারুণ্যের উপরেই ভরসা রাখতে চান তাঁরা। এবারও তার অন্যথা হয়নি। যথারীতি মুস্তাক✅ আলি ট্রফিতেও বাংলাকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন।
বাংলার ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। অভিষেক পোড়েলেဣর সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে নাম রয়েছে অগ্নিভ পানের।
জাতীয় দলে সুযোগ পাওয়া শাহবাজ আহমেদ বাংলার যে কোনও স্কোয়াডেই অটোমেটিক চয়েজ। ভারতীয়-এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার পরেﷺ অবশিষ্ট ভারত একাদশের হয়ে𓆉 ইরানি ট্রফি খেলা মুকেশ কুমারও জায়গা করে নিয়েছেন বাংলার মুস্তাক আলির স্কোয়াডে। রয়েছেন আইপিএল খেলা আকাশ দীপ, ইশান পোড়েলরাও।
𒅌আরও পড়ুন:- Irani Trophy 2022: আগুনে বোলিং বাং🐓লার মুকেশের, ১০০-র কমেই গুটিয়ে গেল পূজারাদের ইনিংস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি কুমারও জায়গা কꦉরে নিয়েছেন বাংলার টি-২০ স্কোয়াডে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সুদীপ ঘরামিরও নাম রয়েছে ১৯ জনের স্কোয়াডে।
উল🌳্লেখ্য, আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি। বাং🦹লা রয়েছে এলিট গ্রুপ-ই'তে। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড।
সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলার স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), ঋত্বিক চট্টোপাধ্যায় (ভাইস ক্যাপ্টেন), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ ঘরামি, রণজ্যোৎ সিং খাইরা, অগ্নিভ পান (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), ⛦শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান 🌄পোড়েল, সায়ন শেখর মণ্ডল, রবি কুমার, আকাশ ঘটক ও গীত পুরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।