প্রথম বার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। আর প্রথম বারেই শিরোপা জয়༺ করেছে টিম ইন্ডিয়া। আর এই দলে ছিলেন বাংলার তিন কন্যা- রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু। বাংলার তিন মেয়ের জন্য মুখ উজ্জ্বল হয়েছে বাংলার। আর তাঁদেরকে তাই সম্মানিত করবে রাজ্য। সোমবার এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন কন্যার বিশ্বকাপ জয়ের নেপথ্যে রয়েছেন সেই দলের কোচ রাজীবও। রাজ্য সরকারের তরফে তাঁকেও পুরস্কৃত করা হবে।
রবিবার ইংল্যান্ডকꦰে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। শেফালি বর্মা অধিনায়ক ছিলেন মেয়েদের দলের। সেই দলেরই সদস্য ছিলেন রিচা, তিতাস এবং হৃষিতা। তাঁদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় রিচাদের পুরস্কারও দেবেন তিনি। বাংলার তিন মেয়ে এবং কোচ রাজীব দত্তকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। তিনি জানি💮য়েছেন যে, রিচারা ফিরে এলে তাঁদের সম্বর্ধিত করা হবে।
আরও পড়ুন: কী🐭 কাণ্ড! আনন্দের ঠেলায় জাতীয় পতাকা ভুল ভাব🏅ে ধরে বিতর্কে শেফালি বর্মা- ভিডিয়ো
আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন রিচা ঘোষ। হরমনপ্রীত কাউরের দলের সদস্য অনূর্ধ্ব-১৯ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। রিচা থাকেন শিলিগুড়িতে। সকালেই বাড়ির সমস্ত কাজ সেরে টিভির সামনে বসেছিলেন রিচার মা স্ব🌼প্না ঘোষ। ভারতের জয়ের পরে উল্লাসে𒊎 ফেটে পড়লেন বাড়ির সবাই। রিচাদের বাড়ি জুড়ে একেবারে হইহই রব পড়ে যায়। সকলকে মিষ্টি বিলিও করা হয়। শিলিগুড়ি জুড়ে শুরু হয়ে যায় উৎসব।
আরও পড়ুন: মা পেয়েছিলেন ডাইনি তকমা- মꦑেয়েদের U-19 WC-এ অর্চনা দেবীর সাফল্য বদলে দিয়েছে ছবিটা
ম্যাচের সেরা হন তিতাস সাধু। ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তাঁর দুরন্ত সাফল্যে তাঁর পাড়া ভেসে যায় উচ্ছ্বাসে। তিতাসের বাড়ি হুগলিতে। ফাইনাল ম্যাচে মেয়ের এমন পারফরম্যান্স দেখে গর্বে বুক ভরে 🧜উঠেছে বাবা রণদীপ সাধুর। তিনি জানাচ্ছেন, বড় ম্যাচে তাঁর মেয়ে বরাবরই ফল করেন। রণদীপ এক প্রকার🤪 নিশ্চিতই ছিলেন, এই ম্যাচেও মেয়ে ভালোই খেলবেন
হৃষিতার বাড়ি আবার ﷽হাওড়ার বালিটিকুরিতে। সেখানেও রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই পড়শিরা শুরু করেন উৎসব। হৃষিতার বিবেকানন্দ পল্লি পাড়ার মেয়ের জন্য গর্ব। তাঁর মা বলেন, ‘মেয়ে তো মোটামুটি নিশ্চিতই ছিল যে, ওরাই চ্যাম্পিয়ন হবে। মেয়ের আত্মবিশ্বাস দেখে সত্যিই ভালো লাগছিল। কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।