ফের রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ। ২০২১-২২ সালের পর এ বার বাংলা শেষ চারে খেলবে মধ্যপ𒁏্রদেশের বিরুদ্ধে। গত বার অবশ্য বাংলার জন্য সেমির লড়াই মোটেও সুখের ছিল না। এ বার হিসেব বদলান🤪োর লড়াই মনোজ তিওয়ারিদের। লড়াই বদলারও!
মধ্যপ্রদেশ নিঃসন্দেহে বড় গাঁট বাংলার। গত বছর বাংলা কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডেরই মুখোমুখি হয়েছিল। তবে গত বছর শেষ আটের ম্যাচটি ড্র হয়েছিল। কিন্তু প্রথম ইনিংসে বাংলা লিড পাওয়ায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে সেমিতে বড় ধাক্কা খেয়েছিল বাংলা। মধ্যপ্রদেশের কাছে ১৭৪ রানে বাজে ভাﷺবে 🔴হেরে ছিটকে যেতে হয়েছিল মনোজদের। প্রসঙ্গত, ফাইনালে মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ। চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ফাইনালে ওঠাই বাংলার এখন প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: টানা তিনবার রཧঞ্জির সেমিতে বাংলা, আগের দু'বার কোন ধাপে হে𝄹রেছিল দল?
মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার আর একটি বড় চাপ, এই ম্যাচটি বাংলাকে অ্যাওয়ে ম্যাচ হিসেবে খেলতে হবে। আসলে রঞ্জি ট্রফির এ বারের ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তাদের মাঠেই হবে নক আউট ম্যাচ। মধ্যপ্রদেশের পয়েন্ট গ্রুপ পর্বে বাংলার চেয়ে বেশি ছিল। তাই ঘরের মাঠে খেলার সুবিধে পাবে মধ্যপ্রদেশ। এই ম্যাচটি যদি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে খেলতে হত, তবে ঘরের মাঠে খেলার সুবিধে পেত বাংলা। কারণ অন্ধ্রপ্রদেশের চেয়ে বাংলার প🌳য়েন্ট বেশি ছিল।
মধ্যপ্রদেশ আবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছি অন্ধ্রপ্রদেশের। তাদের জয়টাও এক প্রকার সময়ের অপেক্ষা ছিল। বাংলা বৃহস্পতিবার থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলার প্রস্তুতি মানসিক ভাবে নিতে শুরু করে দিয়েছিল। হনুমা বিহারীর ফ্র্যাকচার হাত নিয়ে দুরন্ত লড়াই সত্বেও ৫ উইকেটে কোয়ার্টার ফাইনালে হেরে যায় অন্ধ্রপ্রদেশ। যদিও প্রথম ইনিংসে লিড ছিল অন্ধ্রের। কিন্তু দ্বিতীয় ইনিংস অন্ধ্রের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতেই ভে🦋ঙে পড়ে।
আরও পড়ুন: ঝাড়খণ্ডকে ৯ উইকেট হারিয়ে সেমিতে ▨෴মনোজের বাংলা
মধ্যপ্রদেশ টস জিতে ব্যাট করতে পাঠায় অন্ধ্রকে। প্রথমে ব্যাট করে ৩৭৯ রান করে অন্ধ্র। জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ বরং ২২৮ রানে অল আউট হয়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে যায় অন্ধ্রের ইনিংস। দ্বিতীয় ইনিংসে যশ দুবের ৫৮, রজত পতিদারের ৫৫, শুভম শর্মার ৪🦋০, হিমাংশু মন্ত্রীর ৪১ রানের হাত ধরেে মধ্যপ্রদেশ ৫ উইকেটে ২৪৫ ⛎রান করে জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে পৌঁছে যায় সেমিফাইনালে। অন্ধ্রের ললিত মোহন এবং পৃথ্বী রাজ ২টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।