নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লার অধীনে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি অভিযান শুরু কꦯরছে বাংলা। প্রথম ম্যাচেই ঝাড়খণ্ডের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে অভিমন্যু ঈশ্বরনদের। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি শুরুর আগে দেখে নেওয়া যাক গ্রুপ লিগে বাংলার প্রতিপক্ষ কারা। চোখ রাখা যাক বাংলার গ্রুপ ম্যাচগুলির সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াডে।
গ্রুপে বাংলার প্রতিপক্ষ (এলিট-ই):-চণ্ডীগড়, ছত্তিশগড়, ঝাড়খণ🃏্ড, ওড়িশা, স♑িকিম ও তামিলনাড়ু।
কোথায় খেলা হবে বাংলার গ্রুপ ম্যাচগুলি:-এলিট-ই গ্রুপের ম্যাচগুলি খেলা হবে লখনউয়ে। সুতরাং, বাংলা গ্⭕রুপের ম্যাচগুলি খেলবে লখনউয়ে।
বাংলার গ্রুপ ম্যাচগুলির সূচি:-১১ অক্টোবর (মঙ্গলবার): বনাম ঝাড়খণ্ড (বেলা ১১টা)।১৪ অক্টোবর (শুক্রবার): বনাম ওড়িশা (বিলার ৪টে ৩০ মিনিট)১৬ অক্টোবর (রবিবার): বনাম তামিলনাড়ু (বেলা ১১টা)।১৮ অক্টোবর (মঙ্গলবার): বনাম সিকিম (বেলা ১১টা)।২০ অক্টোবর (বৃহস্পতি): বনাম ছত্তিশগড় (বেলা ১১টা)।২২ অক্টোবর (শনিবার): বনাম চণ্ডীগড় (বি🅺লার ৪টে ৩০ মিনিট)।
সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলার স্কোয়াড:-অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), ঋত্বিক চট্টোপাধ্যায় (ভাইস ক্যাপ্টেন), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ ঘরামি, রণজ্যোৎ সিং খাইরা, অগ্নিভ পান (উইকেটকিপার), অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, সায়ন শেখর মণ্ডল, র🌄বি কౠুমার, আকাশ ঘটক ও গীত পুরি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।