শুভব্রত মুখার্জি: বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা ফেলুদা। এই ফেলুদার সমস্ত অ্যাডভেঞ্চারের অন্যতম সঙ্গী জটায়ু। যিনি আবার পেশায় লেখক। চলতি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখলে তিনি নিঃসন্দেহে একটা গল্পের꧅ বই নামিয়ে ফেলতেন। যার নাম হতেই পারত 'যত কান্ড ক্যারিবভূমে' বা 'গায়ানায় গন্ডগোল'!
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজে ঘটে গেল এমন একটা ঘটনা যা নজিরবিহীন বললেও কম বলা হয়। খেলা শুরুর আগে যে কয়েকটি বিষয়ের দিকে মাঠকর্মীরা সাধারণভাবে নজর রাখেন তার অন্যতম ৩০ গজ বৃত্ত আঁকা। কারণ পাওয়ার-প্লে চলাকালীন এই বৃত্তের মধ্যে এবং বৃত্তের বাইরে বোলিং টিমকে নির্দিষ্ট ফিল্ডার রাখতে হয়। তার অন্যথা হলেই আম্পায়াররা ডাকেন নো-বল। আর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-২০'তে এই ৩০ গজের বৃত্ত আঁকতেই ভুলে গেলেন মাঠকর্মীরা! যার জেরে ম্যাচ শুরু হয় দেরিতে। যে ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে ফের একবার বেআব্রু হয💟়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিকাঠামোগত সমস্যার দিকটি।
মাত্র কয়েকদিন আগেই ক্যারিবিয়ানভূমে নূন্যতম সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন ভারতের টি-২০ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অ🐼ভিযোগ ছিল আড়ম্বর চাই না তবে নূন্যতম সুযোগ সুবিধার দিকটা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের খেয়াল রাখা উচিত। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও জানান তাদের অনুশীলনে যে নেট ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা গিয়েছে তা বেশ পুরনো। ফলে উইন্ডিজ ক্রিকেটারদের কি পরিকাঠামোগত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা তিনি বুঝতে পারছেন।
আর এই সব ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের লঙ্কা কান্ড ♔ক্যারিবভূমে! গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন ফিল্ডিং করতেও নেমে গিয়েছিল ভারতীয় দল। তারা খেয়াল করে মাঠে ৩০ গজের বৃত্ত আঁকা হয়নি। সঙ্গে সঙ্গে বিষয়টি আম্পায়ারের নজরে আনা হয়। তড়িঘড়ি তা আঁকতে মাঠে ছোটেন মাঠকর্মীরা। ভারতীয় দলকে তখন ফের একবার অপেক্ষারত অবস্থায় দেখা যায়।
মাঠকর্মীদের♈ এই উদাসীনতার ফলে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি ভারত-ওয়েস্ট ইন্ডিজ় তৃত𓂃ীয় টি-২০ ম্যাচ। দু’দলের ক্রিকেটারেরা মাঠে নামার পরেও কয়েক মিনিট অপেক্ষা করতে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।