চোখের সামনে ঝুলন গোস্বামীকে ধীরে ধীরে পরিণত হয়ে উ🍌ঠতে দেখেছে ইডেন গার্ডেন্স। কিংবদন্তি রূপে যখন ক্রিকেটকে বিদায় জানা🍨চ্ছেন তারকা পেসার, তখন ঘরের মেয়েকে যোগ্য সম্মান দিয়ে বুকের মাঝে ধরে রাখতে চলেছে ক্রিকেটের নন্দনকানন।
ঝুলনের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ দিনেই বাংলার ꦫক্রিকেট অ্যাসোসিয়েশন দুর্দান্ত এক পদক্ষেপ নিতে চলার কথা জানিয়ে দেয়। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়ে দেন, সৌরভদের মতো ইডেনের একটি স্ট্যান্ডের না🌄মকরণ করা হবে ঝুলন গোস্বামীর নামে।
উল্লেখ্য, ইডেনে ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে প্রাক্তন সিএবি তথা বিসিসিআই ও আইসিসি সভাপতি জসমোহন ডালমিয়ার নামেও। সেই তালিকায় যুক্ত হতে চলেছে ঝুলনের নাম। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইডেনের সঙ্গে জু𝔍ড়তে চলেছে ঝুলন গোস্বামীর নাম।
ভারত বনাম ইংল্যান্ড মহিলা ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্🅠যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
শনিবার শহরের এক প্রেক্ষাগৃহে বড় পর্দায় ঝুলনের শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখানোর ব্যবস্থা করে বাংলার ক্রিকেট সংস্থা। বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত বহু মানুষ জꦛড়ো হন ঝুলনকে শেষবার ভারতের হয়ে মাঠে নামতে দেখার জন্♒য। বাংলার উঠতি মহিলা ক্রিকেটাররাও হাজির ছিলেন হাতে ঝুলনের নামে পোস্টার নিয়ে।
সেখানেই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘আমরা ঝুলনের নামে ইডেন গার্ডেন্সের একটি স্ট্যান্ডের নামকরণ করার পরিকল্পনা করছি। ও স্পেশাল ক্রিকেটার এবং কিংবদন্তিদের পাশে জায়গা করে নেওয়ার যোগ্য। আমরা সেনা কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় অনুমতির জন্য কথা বলব। অ্যানুয়াল💮 ডে-তে ঝুলনকে বিশেষ সংবর্ধনা দেওয়ার কথাও ভাবছি আমরা।’
উল্লেখ্য, শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজের 💝তৃতীয় তথা শেষ ম্যাচে দেশের হয়ে শেষবার মাঠে নামেন ঝুলন গোস্বামী। ম্য়াচের আগে ভারতীয় দলের তরফে ঝুলনের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। ইংল্যান্ড ক্রিকেট দলের তরফে ব্রিটিশ ক্রিকেটারদের সই করা একটি জার্সিও উপহার দেওয়া♚ হয় গোস্বামীকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।