শুভব্রত মুখার্জি:- আশা জাগিয়েও সম্ভব হয়নি। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকিতে ভারতীয় দল সেমিফাইনালে উঠে হেরে যায়। মঙ্গলবার ভা🧜রতীয় সময় রাতের দিকে জার্মানির মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে ভারতীয় দল একটা সময়ে এগিয়েও গিয়েছিল। এরপর পরপর দুটি গোল হজম🍸 করে পিছিয়ে যায় তারা।
ফের ম্যাচের তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করে তারা। ম্যাচে সমতা ফেরায়। ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ভারতীয় দল ফের পিছি༺য়ে পড়ে। এরপর ম্যাচের একেবারে শেষ স্ট্রোকে ভারত ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়ে গিয়েছিল। তবে শামসেরের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ভারতকে সেমিফাইনালে হারতে হলেও এখনও তাদের অলিম্পিক প﷽দক জয়ের সুযোগ থাকছে। ব্রোঞ্জ পদকের ম্যাচে তারা মুখোমুখি হবে স্পেনের। এই ম্যাচের আগে কিছুটা হতাশ শোনালেও ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের স্পষ্ট কথা, ‘আ𓄧মরা সোনা জয়ের লক্ষ্য নিয়ে এসেছিলাম। তবে খালি হাতে ফেরার থেকে ব্রোঞ্জ পদক নিয়ে ফেরা অনেক সম্মানের।’
হরমনপ্রীত জানিয়েছেন, 'ফাইনালে উঠতে না পারাটা আমার কাছে🔯 বড় হতাশার। আমরা এখানে এসেইছিলাম সোনা জয়ের লক্ষ্যে। কিন্তু এটা বলার পরেও বলছি ঘরে খালি হাতে ফেরার থেকে ব্রোঞ্জ জিতে ফেরাটা অনেক সম্মানের। অলিম্পিক গেমসের সেমিফাইনালে হারাটা মোটেও সহজ ব্যাপার ন🐈য়। বিষয়টা হজম করাটা খুব কঠিন। কারণ যে কোনও অ্যাথলিটের কাছে অলিম্পিক গেমসের ফাইনাল খেলাটা স্বপ্নের বিষয়।'
এই অলিম্পিক গেমসের পরেই ভারতীয🉐় গোলরক্ষক পিআর শ্রীজেশ অবসর নেবেন। এই ম্যাচেও তিনি দুরন্ত পারফরম্যান্স করেছেন। গোলে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। এদিন বেশ কয়েকবার দুর্দান্ত সেভ করেন তিনি।
ম্যাচ শেষে প্রচন্ড হতাশ দেখায় ভারতীয় কোচ ক্রেগ ফুলটনকেও। তিনি ম্যাচ শেষ হতেই হতাশার চোটে হাতে থাকা বোর্ড, খাতা ছুঁড়ে ফেলে দেন মাটিতে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘আমরা প্রচন্ডভাবে হতাশ। দলের 𝔍সকলেই খুব হতাশ। আমরা ম্যাচটা জিততে না পেরে খুব মুষড়ে পড়েছি। দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি আমরা। শেষ পর্যন্ত আমরা অসম্ভব লড়াই করেছি। আমি দলের পারফরম্যান্সে খুব খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।