তাঁকেই মানকাডিং করꦚা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই চার্লি ডিনই এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে মানকাডিংয়ের চেষ্টা করল✨েন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার ইংলꦯ্যান্ড ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ফাইনালে মুখোমুখি হয়েছে নর্দান ডায়মন্ডস এবং সাউদার্ন ভাইপারস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউদার্ন ভাইপারসের জর্জিয়া অ্যাডামস। অষ্টম ওভারে বল করতে আসেন ডিন। ভাইপারসের দ্বিতীয় বল করার সময় নন-স্ট্রাইকার লিনসে স্মিথকে মানকাডিংয়ের ভয় দেখান ইংল্যান্ডের খেলোয়াড়। তবে শেষপর্যন্ত মানকাডিং করেননি। তারপর বোলিং মার্কে যাওয়ার সময় ডিনকে হাসতে দেখা যায়। স্মিথকেও হেসে ফেলেন।
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইংরেজরা আবার স্পিরিট নিয়ে বুক ফোলাতে শুরু করেন। স্কাই স্পোর্টসের ধারাভ♐াষ্যকার চার্লস ড্যাগনাল বলেন, ‘আজ চার্লি ডিন। তাঁর সেই কাজে আমার মুখে হাসি নিয়ে এসেছে।’ ইংরেজ নেটিজেনরা দাবি করতে থাকেন, এটাই হল ভদ্রতা। মানকাডিংয়ের আগে ব্যাটারকে সতর্ক করে দিলেন। যা দীপ্তি শর্মা করেননি। যা ‘স্পিরিট অফ ক্রিকেট’-এর বিরোধী।
যদিও ‘চূড়ান্ত সৎ’ ইংরেজদের সেই স্পিরিট বুলির পালটা দিতে ছাড়েননি ভারতীয়রা। একটি ভাইরাল ভিডিয়ো টুইট করে তাঁরা দাবি করেন, অ্যামি জোনসের ‘স্পিরিট’ তো চমকে যাওয়ার মতো। যেখানে জোনসকে দেখা গিয়েছে, বল হাত থেকে ফেলে মাটিতে ফেলে দেওয়ার পরে আউট হিসেবে দাবি করতে থাকেন। উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা গিয়েছিল। যদিও পরে জোচ্চুরি (দিনেদুপুরে ডাকাতি বললেও ভুল হবে না, জোচ্চুরির ভিডিয়ো দেখতে এখানে ক্লিক করুন) ধরা পড়ে গিয়েছিল।
দীপ্তির মানকাডিং
শনিবার লর্ডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে ডিনকে মানকাডিং করেছিলেন দীপ্তি। যে উইকেটের সৌজন্যে ১৬ রানে তৃতীয় ম্যাচ জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দিয়েছে ভারত। ম্যাচের ৪৪ তম ওভারের তৃতীয় বলে দীপ্তি যখন বল করতে আসছিলেন, তখন ক্রিজের বাইরে চলে গিয়েছিলেন চার্লি। পিছন ঘুরে তাঁকে মানকাডিং (যা ক্রিকেটীয় ভাষায় এখন রান-আউট) করে দিয়েছিলেন দীপ্তি। যথারীতি রান-আউট দিয়েছিলেন আম্পায়ার। তা নিয়ে তুমুল বಞিতর্ক শুরু হয়েছে। যা এখনও অব্যাহত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।