রয়্যাল লন্ডন কাপে স্বপ্নের ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারা। মঙ্গলবার মিডলসেক্সের বিরুদ্ধে ৯০ বলে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। হাঁকাꦦলেন ২০ টি বাউন্ডারি এবং দুটি ছক্কা। যে ইনিংস দেখে অনেকে মজা করে ব🌼লছেন, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন খেলেই ছাড়বেন পূজারা।
🌌মঙ্গলবার হোভে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মিডলসেক্স। আগের ম্যাচে দ্বিশতরান করলেও মঙ্গলবার ২০ 𒁃রানের বেশি করতে পারেননি আলি ওর। তবে অপর ওপেনার টম অ্যাস্লোপ দাপটের সঙ্গে খেলতে থাকেন। তারইমধ্যে ১৭.২ ওভারে ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারায় সাসেক্সে। তারপর ক্রিজে আসেন পূজারা (Cheteshwar Pujara)। টমের সঙ্গে জুটি তৈরি করে খেলতে থাকেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: County Cricket: ২০টি চার, ৫টি ছক্কা, সেহওয়াগের ঢংয়ে ꦓব্যাট চালিয়ে একাই ১৭৪ পূজারার
পূজারা এবং টম তৃতীয় উইকেটে ২৪৫ রান যোগ করেন। ৯০ বলে ১৩২ রান করেন পূজারা। মাত্র ৭৫ রান শতরান পূরণ করেন। তারপর আরও চালিয়ে খেলতে থাকেন। যিনি এবার রয়্যাল লন্ডন কাপে অবিশ্বাস্য ফর্মে আছেন। আট ম্যাচে করেছেন ৬১৪ রান। অন্যদিকে✅, ১৫৫ বলে ১৮৯ রান করেন পূজারার সঙ্গী টম। তাঁদের সেই ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৪০০ রান তোলে সাসেক্স। শেষ ১০ ওভারে ১৩৫ রান তোলেন পূজারারা।
শুক্রবার অর্ধশতরান
শুক্রবার টনটনে পূজারার সাসেক্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক ম্যাট রেনশো। শুরুটা দুর্দান্ত করে সমারসেট। তৃতীয় ওভারে আউট হয়ে যান সাসেক্সের ওপেনার ড্যানিয়েল ইব্রাহিম। তারপর সাসেক্সের ইনিংস টান🧔তে থাকেন ওপেনার আলি ওর এবং টম ক্লার্ক। তবে ক্লার্ক বেশিক্ষণ টেকেননি। ৮.২ ওভারে ক্লার্ক আউট হওয়ার সময় সাসেক্সের স্কোর ছিল দুই উইকেটে ৬১ রান। তারপর থেকে সমারসেটের 🎃উপর ছড়ি ঘোরাতে শুরু করে সাসেক্স।
চার নম্বরে নামেন পূজারা। আলির সঙ্গে সাসেক্সকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। তারইমধ্যে শতরান পূরণ করেন আলি। পূজারা নিজে ৫০ অর্ধশতরান📖 করেন। শেষপর্যন্ত ব্যক্তিগত ৬৬ রানের মাথায় আউট হয়ে যান সাসেক্সের অধিনা🐠য়ক পূজারা। আলির সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ১৪০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।