শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে অলিম্পিক্সের মঞ্চে চিন অন্যতম পরাশক্তি। বিভিন্ন খেলায় তারা সমানে সমানে টক্কর দিচ্ছে আমেরিকার মতন পরাশক্তিকে। এবার তাদের লক্ষ্য ২২ গজেও অন্যতম সেরা হয়ে ওঠা। গত ম্যাচে তারা মাত্র ২৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে তাদের শেষ ম্যাচে হারের যন্ত্রণা চিন কাটিয়ে উঠল পরের ম্যাচেই। যন্ত্রনা কাটিয়ে উঠে তুলে নিল ঐতিহাসিক জয়। পাশাপাশি গড়ল বেশ কয়েকটি নজিরও। ২২ গজে তারা ত𓄧াদের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয়ের স্বাদ পেল। নিজেদের ক্রিকেট ইতিহাসে তারা আন্তর্জাতিক টি-২০-তে তাদের প্রথম জয় পেল মায়ানমারের বিরুদ্ধে।
আরও পড়ুন: ℱ৯ বছর ২৫২ দিন পর ফের ODI-তে সুযোগ পেলেন উনাদকাট, গড়লেন নয়াܫ রেকর্ড
নিজেদের প্রথম জয় তুলে নেওয়াই শুধু নয় এই ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজেদের প্রথম ছক্কাও হাঁকালো তারা। চিনের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার মায়ানমারের বিরুদ্ধে এই ঐতিহাসিক ছক্কা হাঁকান। ছক🌃্কা হাঁকিয়ে রেকর্ড বুকে নাম তোলে🦄ন চেন ঝু ইউয়ি। প্রসঙ্গত আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের গ্রুপ -বি'র ম্যাচে মুখোমুখি হয়েছিল চিন এবং মায়ানমার। এই ম্যাচেই মায়ানমারকে পাঁচ উইকেটে হারিয়ে ও দিয়েছে চিন। ফলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। প্রথমে ব্যাট করে মায়ানমার ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে। মাত্র ১৭.২ ওভারেই সেই রান তুলে নিয়ে এক ঐতিহাসিক জয় পায় চিন।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেল♚তে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
চিন এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্ত দারুণ কাজে আসে। পেসার লুয়ো শিলিনের বল খেলতে সমস্যায় পড়ে যায় মায়ানমার। একটা সময়ে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৩০ রান। সেখান থেকে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ৭৭ রান তুলতে সমর্থ হয় মায়ানমার। ইয়ে নাইঙ্গ তুন এবং পায়ে ফিও ওয়াই দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করে করেন। চিনের হয়ে ঝুয়োই চারটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জেলিনের ৩৩, লিউওয়াঙ্গের ১৮ রানে ভর করে অবিস্মরণীয় জয় তুলে নেয় চিন। দিনের অন্য ম্যাচে থাইল্যান্ড আবার আট উইকে𝓰টে হারিয়েছে ভুটানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।