কলকাতার দল কেকেআর। অথচ সেই কলকাতা নাইট রাই🔯ডার্সে সুযোগ পান না কোনও বাঙালি প্লেয়ার। তাঁরা আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। কিন্তু কলকাতা ট൲িমে বাঙালি প্লেয়ারদের জন্য যেন ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঋদ্ধিমান সাহা এর আগে এই নিয়ে ক্ষোভ উগড় দিয়েছেন। আর এ বার সরব হলেন বাংলা দলের আর এক প্লেয়ার মনোজ তিওয়ারি। তাঁর মতে, বাংলার দল হয়েও, বাংলার প্লেয়ারদের না নেওয়ার যে সংস্কৃতিটা কেকেআর-এর রয়েছে, সেটা বদলানো দরকার। নাইট রাইডার্স যাতে বাঙালি প্লেয়ারদের সুযোগ দেয়, তার জন্য মনোজ চান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন কেকে🦋আর-এর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে কথা বলেন।
🐲আরও বলুন: ౠস্বপ্ন অধরা, তাই থামছেন না মন্ত্রীমশাই, ভবিষ্যতের পরিকল্পনা জানালেন মনোজ
আরও বলুন: এক ম্যাচেও খেলায়নি KKR, সেই তারকাই জেত🍎াচ্ছেন দেশকে! ২২ বলে ꧂করলেন ৪৩, পেলেন উইকেট
মনোজ এই প্রসঙ্গে এক ওয়েবসাইটে বলেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদ🅰ের দেখতেই লোকে মাঠে আসেন। সমর্থকরাও সেটাই চান। নিজের রাজ্যের ক্রিকেটারদের দেখলে সাধারণ মানুষ আরও বেশি সমর্থন করতে এগিয়ে আসবেন। আবেগও বেশি থাকবে। আমি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন কেকেআর-এর মালিক এবং বাংলার দূত শাহরুখ খানের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলুন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।