সবে মাত্র ইংল্যান্ডের ব꧂িরুদ্ধে উত্তেজক সেমিফাইনাল জিতে উঠেছে ভারত। তবে উচ্ছ্বাসে ভাসার বিশেষ সময় নেই হরমনপ্রীতদের। কেননা রবিবারই কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেল ম্যাচে মাঠে নামতে হবে ভারতকে।
ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার কথা রাতে। অপর সেমিফাইনালে সম্মুখসমরে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যে দল জিতবে, তাঁদের বিরুদ্ধেই গোল্ড মেডেল জয়ের লড়াইয়ে নাꦑমতে হবে ভারতকে। সঙ্গত কারণেই ভারতীয় দলের নজর থাকবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দিকে।
হরমনপ্রীত সে🅠কথা স্বীকারও করে নিলেন অকপটভাবে। তিনি জানালেন, দ্বিতীয় সেমিফাইনাল দেখে তবেই ফাইনালের গেম প্ল🗹্যান স্থির করবেন তাঁরা।
কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করার পরে হরমনপ্রীত বলেন, ‘অবশ্যই আমাদের নজর থাকবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দিকে। যাদের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে, তাদের খেলায় চ🅺োখ রাখাটা জরুরি। সেই মতো গেম প্ল্যা🍰ন স্থির করা যাবে।’
আরও💟 পড়ুন:-🔯 IND vs ENG Cricket: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দলের খেলার স্বাভাবিকভাবেই খুশি হরমনপ্রীত। বিশেষ করে স্মৃতি মন্ধনা ও জেমিমা রডরিগেজের আলাদা করে প্রশংসা শ🐼োনা যায় ক্যাপ্ট🐟েনের মুখে। যদিও একটা সংশয়ের কাঁটা দেখা দিয়েছে রডরিগেজকে নিয়ে। ব্যাট করার সময়ে হাতে চোট পেয়েছেন জেমিমা। ফলে তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে দেখা যায় হার্লিন দেওয়লকে।
আরও পড়ুন:- Captaincy R♏ecord: কমনওয়েলথ গেমসের আসরে ক্যাপ্ট꧃েন ধোনির বিরাট রেকর্ড ভাঙলেন হরমনপ্রীত
হরমনপ্রীতকে অবশ্য বিশেষ চিন্তিত দেখাল না জেমিমার চোট নিয়ে। বরং ফাইনালে জেমিমাকে দলে পাওয়ার বিষয়ে আশাবাদী শোনায় ভারতের ক্যাপ্টেনকে। তাঁর দাবি, জেমিমা একজন যথা🧜র্থ ফাইটার। তাই এমন ছোটখাটো চোট ওꦅকে কাবু করতে পারবে না।
হরমনপ্রীতের কথায়, ‘জেমিমা একজন ফাইটার।ꦿ এসব সমস্যা হয়েই থাকে। ওর হাতে💦 একটু খিঁচ লাগে। ও ঠিক হয়ে যাবে। আশা করি ফাইনালে ওকে দলে পাওয়া যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।