ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি অভিষেকেই ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে পিছিয়ে থাকলেন না নভদীপ সাইনিও। কেন্টের হয়ে কাউন্টিতে আবির্ভাব ম্যাচের প্রথম ইনিংসে তিনিও দ𒁏খল করেন ৫টি উইকেট।
কেন্টে✨র ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়ারউইকশায়ার প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছি๊ল। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে তারা অল-আউট হয়ে যায় ২২৫ রানে।
স্যাম হেইন ৯৯ রানে আউট হন। এছাড়া উইল রোডস ৩২ ও ড্যানি ব্রিগস ২০ রান করেন🐷। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। নভদীপ সাইনি ১৮ ওভার বল করে ৪টি মেডেন-সহ ৭২ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া ম্যাট মিলনেস ৩টি ও ম্যাট হেনরি ২টি উইকেট নেন।
আরও প🐽ড়ুন:- কাউন্টিতে পূজারার অ💙নবদ্য ব্যাটিং, অধিনায়কের দ্বিশতরানে চালকের আসনে সাসেক্স
প্রথম ইনিংসের নিরিখে ৬০ রানে পিছিয়ে থাকা কেন্ট দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ১৩৮ রানের। জো ডেনলি ৭ﷺ০ রানে অপরাজিত রয়েছেন। ৪০ রানে নট-আউট রয়েছেন জর্ডন কক্স। ২৫ রান করে সাজঘরে ফিরেছেন জﷺ্যাক ক্রাউলি।
আরও পড়ুন:- County Ch🐼ampionship: অভিষেღকেই ওয়াশিংটন ঝড়, ৫ উইকেট নিয়ে নজির সুন্দরের- ভিডিয়ো
উল্লেখ্য, লর্ডসে কাউনꦅ্টি চ্যাম্পিয়নশিপের অপর ম্যাচে মিডলসেক্সের বিরুদ্ধে দুর্দান্ত দ্বি-শতরান করেন চেতেশ্বর পূজারা। তিনি প্র🌞থম ইনিংসে ২৩১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এই ম্যাচে তিনি সাসেক্সকে নেতৃত্বও দিচ্ছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।