চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় তারকাদের ছিটকে যাওয়া লেগেই রয়েছে। এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে বেশ🐼 কয়েকজন ক্রিকেটারকে। সেই তালিকায় যোগ হল আরও একটি নাম।
চোটের জন্য এশিয়া ☂কাপ থেকে ছিটকে গিয়েছে জসপ্রীত বুমরাহ। একই কারণে এশিয়া কাপের জন্য বিবেচিত হননি হার্ষাল প্যাটেলও। ওয়াশিংটন সুন্দর কাউন্টি খেলতে গিয়ে চোট পান এবং ছিটকে যান জিম্বাবোয়ে সফর থেকে। এবার ক্রুণাল পান্ডিয়াও কাউন্টি ক্রিকেটেই চোট পেয়ে মাঠꦯের বাইরে চলে গেলেন।
কুঁচ🐎কির চোটে পান্ডিয়ার কাউন্টি অভিযান শেষ হয়ে যায় মাঝপথেই। তিনি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের জন্য যোগ দিয়েছিলেন ওয়ারউইকশায়ারে। দারুণ খেলছিলেন। যে ক'টি ম্যাচে মাঠে নেমেছেন, ব্যাটে-বলে নজরকাড়া পা🐬রপর্ম্যান্স উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন:- ICC Super League Points Table: বাংলাদেশকে ধরে ফেলল পাকিস্তান, আফগানিস্ত✅ানকে টপকাল ভারত
গত ১৭ অগস্ট নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ব্যাট করার সময়েই চ🔯োট পান ক্রুণাল। দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি তিনি। ওয়ারউইকশায়ারের পরবর্তী ২টি ম্যাচেও খেলতে নামেননি ভারতীয় তারকা। ডাক্তাররা অন্তত তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তারকা অল-রাউন্ডারকে। সুতরাং, ওয়ারউইকশায়𓂃ার নক-আউটে পৌঁছলেও পান্ডিয়ার মাঠে নামার সম্ভাবনা নেই। সেকারণেই মাঝপথে কাউন্টি অভিযান শেষ করতে হয় তাঁকে।
ক্রুণাল ওয়ারউইকশায়ারের হয়ে ম🧔োট ৫টি ম্যাচে মাঠে নামেন। চারটি ইনিংসে বল করে সাকুল্যে ৯টি উইকেট নেন তিনি। চারটি ইনিংসে ব্যাট করতে নেমে পান্ডিয়া সংগ্রহ করেন যথাক্রমে ৭৪, ৯, ২৩ ও ৩৭ রান।
উল্লেখযোগ্য বিষয় হল, ক্রুণাল ছিটকে গেলেও ওয়ারউইকশায়ার তাদের কা♛উন্টি চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলির জন্য দলে নিয়েছে ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।