উপসর্গ দেখা না দিলেও কোনও ঝুঁকি নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা স্নেহাশিস করোনা আক্রান্ত হওয়ার পর সꦕতর্কতামূলক ব্যবস্থ𓆉া হিসেবে নিজেও করোনা টেস্ট করান বিসিসিআই সভাপতি।
শুক্রবার রাতেই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান সৌরভ। ঘনিষ্টসূত্রে খবর, মহারাজের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সৌরভের তরফে রিপোর্ট নিয়ে কཧোনও মন্তব্য সামনে আসেনি।
সৌꦆরভের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ক্রꦛিকেটমহলে। যদিও বোর্ড সভাপতি আপাতত হোম কোয়ারান্টাইনেই রয়েছেন। বাড়ি থেকেই তিনি বিসিসিআইয়ের কাজ-কর্ম চালিয়ে যাচ্ছেন। আইপিএল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও তিনি ভিডিও কনফারেন্সেই সেরেছেন বলে শোনা যাচ্ছে।
গত ১৬ জুলাই সিএবি সচিব স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সৌরভ ও তাঁর দাদা যেহেতু বেহালার বাড়িতে একসঙ্গে থাকতেন, তাই স্নেহাশিসের সংস্পর্শে আসাই স্বাভাবিক মহারাজের। সৌরভ-সহ পরিবারের সকলেই সেꦇই থেকে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। স্নেহাশিসের শারীরিক অবস্থা এখন অনেক ভালো বলেও জানা গিয়েছে।
গত জুনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে প্রথমবার হানা দওেয় Covid-19। স্নেহাশিসের স্ত্রী করোনা আক্রান্ত হন সেই সময়। যদিও𓃲 তিনি তখন বেহালার বাড়িতে ছিলেন না।
স্নেহাশিস করোনা পজিটিভ হ🦩ওয়ার পর তাঁর সংস্পর্শে আসায় বাধ্যতামূলক কোয়ারান্টাইনে চলে যান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।