বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 3: তৃতীয় দিনে ভারোত্তলনে জোড়া সোনা জিতল ভারত
CWG 2022 Day 3: তৃতীয় দিনে ভারোত্তলনে জোড়া সোনা জিতল ভারত
6 মিনিটে পড়ুন Updated: 01 Aug 2022, 02:00 AM ISTTania Roy
রবিবার গেমসের তৃতীয় দিনের ভারত-পাক মহারণে বাজিমাত করেন হরমনপ্রীত কউররা। হকিতে ভারত ১১ গোলে বিধ্বস্ত করে ঘানাকে।
ভারতীয় ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা তৃতীয় দিনে প্রথম পদক জিতেছেন -তাও সোনা জিতেছেন তিনি। পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা ছিনিয়ে নেন জেরেমি। মোট ৩০০ কেজি উত্তোলন করে গেমসে রেকর্ডও গড়েছেন তিনি। পরে ছেলেদের ৭৩ কোজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন অতিন্ত্য শিউলি। এর আগে, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারত চারটি পদক জিতেছিল। মীরাবাই চানু প্রত্যাশিত ভাবে ভারোত্তোলনের ৪৯ কেজি মহিলাদের ইভেন্টে প্রথম সোনা পান। তবে শনিবার সক🧸ালে সঙ্কেত সরগর ভারতের হয়ে প্রথম বদক জেতেন। রুপো পান তিনি। দ্বিতীয় পদক আসে ভারোত্তোলক গুরুরাজ পূজারির হাত ধরে। তিনি ব্রোঞ্জ পান। আর রাতের বেলার রুপো জেতেন 𝄹বিন্দিয়ারানি দেবী।
01 Aug 2022, 02:00 AM IST
বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে সাগর
ছেলেদের বক্সিংয়ের ৯২ কেজি বিভাগের কোয়াটার্র ফাইনালে উঠলেন সাগর। তিনি প্রি-কোয়ার্▨টারে পরাজিত করেন ক্যামেরুনের ইয়েগনং এনজিয়োকে।
ছেলেদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে যান সুমিত কুণ্ডু। অস্ট্রেলিয়ার কꦆালাম পিটারসের কাছে হার মানেন 🔥ভারতীয় বক্সার।
01 Aug 2022, 12:31 AM IST
সাঁতারে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন শ্রীহরি
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করেন শ্রীহরি নটরাজ। ২৫.৩৮ সেকেন্ডে তিনি নিজের হিটের পঞ্চম হন। সব মিলিয়ে আট ꦗনম্বরে থেকে ফাইনালের টিক🐟িট অর্জন করেন ভারতীয় সাঁতারু।
01 Aug 2022, 12:02 AM IST
ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারত
দক্ষিণ আ𝔉ফ্রিকাকে ৩-০ ব্যবধানে হ﷽ারিয়ে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে উঠল ভারত। ২টি সিঙ্গলস ম্যাচে জয় তুলে নেন লক্ষ্য সেন ও আকর্ষী কাশ্যপ। মিক্সড ডাবলসে জেতেন বি সুমিত রেড্ডি ও পোনাপ্পা জুটি।
31 Jul 2022, 11:25 PM IST
কোয়ার্টার ফাইনালে সৌরভ
স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে উঠল🔜েন সৌরভ ঘোষাল। প্রি-কোয়ার্টারে তিনি ৩-০ ব্যবধানে হারিয়ে দেন ডেভিডকে। কোয়ার্টারে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসৌরভের প্রতিপক্ষ গ্রেগ লবান।
31 Jul 2022, 10:55 PM IST
১৭-য় রুতুজা
মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক♑্সের অল অ্যারাউন্ড ইভেন্ট꧑ের ফাইনালে রুতুজা নটরাজ ১৮ জনের মধ্যে ১৭ নম্বরে শেষ করেন। তাঁর স্কোর ৪৩.০০০।
31 Jul 2022, 10:51 PM IST
লন বোলের সেমিফাইনালে ভারত
লন বোলের ওমেনস ফোর ইভেন্টের সেমিফাইনালে উঠল ভারত। লাভলি, পিঙ্কি, নয়নমনি ও রূপা ১৭-৯ ব্যবধানে হারিয়ে💛 দেন নরফক আইল্যান্ডকে। সোমবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
31 Jul 2022, 10:14 PM IST
হকিতে বিরাট জয় ভারতের
ঘনাকে ১১-০ গোলে উড়িয়ে ছেলেদের হকিতে যাত্রা শুরু করল ভারত। প্রথমার্ধে ৫টি ও দ্বিতীয়ার্ধে ৬টি গোল করে ভারত। উল্লেখ্য মেয়েদের প্রথম পুল ম্যাচে ভারত ঘানাকে ৫-০ গোলে হারিয়ে দে🍬য়।
31 Jul 2022, 09:21 PM IST
হকিতে ৫-০ এগিয়ে ভারত
ছেলেদের হকিতে ঘানার বিরুদ্ধে পুল ম্যাচের হাফ-টাইমে ৫-০ গোলে এগিয়ে ভারত। ভারতের হরমনপ্রীত সিং ও মনপ্রীত সিংয়ের এটি মাইলস্টোন ম্যাচ। হরমনপ্রীত দেশের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে 😼মাঠে নামেন। মনপ্রীত খেলতে নামেন ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ।
ক্রিকেটে পাকিস্তানকে গোহারান হারাল ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯৯ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্য়াট করতে নেমে ভারত ১১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে ম্য়াচ জিতে যায়। স্মৃতি মন্ধনা ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। বিস্তারিত পড়ুন:- IND vs PAK: পাক বোলিংকে ছারখার করলেন মন্ধনা, চিরশত্রুদের গোহারান হারিয়ে🐬 লিগ শীর্ষে ভারত
বক্সিংয়ে ছেলেদের ৬৩.৫ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে হেরে গেলেন ভারতের শিব থাপা। তিনি ১-৪ ব্যবধানে হার মানেন বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ মেডেলিস্🐽ট রীস লিঞ্চের কাছে।
31 Jul 2022, 05:33 PM IST
হেরে গেলেন রোনাল্ডো
সাইক্লিংয়ে ছেলেদের স্প্র🌠িন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রোনাল্ডো। তিনি অস্ট্রেলিয়ার ম্যাথ🐲িউ গ্লেতজারের থেকে ০.১৬২ সেকেন্ড পিছিয়ে থাকেন।
31 Jul 2022, 05:07 PM IST
কোয়ার্টার ফাইনালে জারিন
হেলেনা বাগাওকﷺো হারিয়ে মেয়েদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতের নিখাত জারিন। ৫ বিচারকেরꩲ রায়ই ভারতীয় বক্সারের অনুকূলে যায়।
31 Jul 2022, 04:53 PM IST
যোগেশ্বর ১৫-য়
পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড🍬 ফাইনালে নজর ছিল ভারতের যোগেশ্বর সিং-এর উপর। তিনি ৭৪.৭০০ পয়েন্ট নিয়ে ১৮ জনের মধ্যে ১৫ নম্বরে থাকেন।
মীরাবাই চানুর পর জেরেমি লালরিননুনগা। ফের ভারোত্তোলনে সোনা এল ভারতের ঘরে। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে🅷 ১৬০ কেজি তুললেন জেরেমি। মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতꦆীয় তরুণের হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তা উপেক্ষা করে সোনা জয় জেরেমির।
31 Jul 2022, 03:39 PM IST
সাইক্লিং- ফাইনালে রোনাল্ডো
পুরুষদের স✨াইক্লিংয়ের স্প্রিন্ট ১/৮ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতের রোনাল্ডো লাইটোনজাম। ১৩তম স্থানে (১০:০১২) শেষ করেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ অস্♔ট্রেলিয়ার ম্যাথিউ গ্লেটজারের মুখোমুখি হবেন তিনি।
31 Jul 2022, 03:38 PM IST
সাঁতার - সজন প্রকাশ ২০০মিটার বাটারফ্লাই হিটে চতুর্থ স্থান অর্জন করেছে
সজন প্রক♉াশ পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই হিটসে চতুর্থ স্থান অর্জন করেছে। সময় ১:৫৮.৯৯﷽। যাইহোক, তিনি একটি অবস্থানের জন্য ফাইনাল উঠতে পারলেন না। সামগ্রিক তালিকায় নবম হয়েছেন।
31 Jul 2022, 03:24 PM IST
ভারোত্তোলন- সোনার দৌড়ে জেরেমি
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম প্রয়াসে ১৬০ কেজিꦏ তুললেন জেরেমি।
31 Jul 2022, 03:20 PM IST
ক্রিকেট- বৃষ্টির কারণে পিছিয়ে গেল টস
ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকলেও, বার্মিংহামে বৃষ্টির কারণে ট👍সে দের🍨ি হচ্ছে।
31 Jul 2022, 03:19 PM IST
ভারোত্তোলন- পুরুষদের ৬৭ কেজি - ক্লিন অ্যান্ড জার্ক শুরু
সিঙ্গাপুဣরের কেস্টার ই লিয়াং লয় ১২৮কেজি ওজনের সফল🌄 প্রচেষ্টা দিয়ে শুরু করেন। তবে ১৩৪কেজির দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
31 Jul 2022, 03:04 PM IST
ভারোত্তোলন- জেরেমির রেকর্ড!
জেরেমি লালরিনুঙ্গা তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি সফল ভাবে তুললেন। ১৯ বছর বয়সী যেন খুব সহজেই এই কাজটি করল। প্রসঙ্গত জেরেমি তাঁর প্রথম প্রচেষ্টায় (১৩৬ কেজি) গেমসে নতুন রেকর্ড করেছেন। ভারতীয় ভারোত্তোলক স্ন্যাচে ১০ কেজিতে এগিয়ে আছেন। সোনা জয়ের দৌড়ে রয়েছেন তিনি। ক্ল🧔িন অ্যান্ড জার্কে এ বার লড়াইয়ে নামবেন জেরেমি।
31 Jul 2022, 02:46 PM IST
লন বল- জিতলেন তানিয়া চৌধুরী
টানা তিনটি পরাজয়ের পর🐓, তানিয়া অবশেষে প্রথম জয় পেলেন। শাওনা ও'নিলকে ২১-১২-তে হারিয়েছেন তানিয়া।
যোগেশ্বর সিংয়ের অবতরণের সমဣয় কিছুটা সমস্যা হয়েছিল। ভোল্টে যোগেশ্বর সিং-এর পয়েন্ট ১৩.২০০০ (ডিফিকাল্টি ৪.৮০০, এক্সিকিউশন ৮.৪০০)
31 Jul 2022, 02:18 PM IST
ভারোত লড়াইয়ের মঞ্চে জেরেমি
ভারোত্তোলꦛন পুরুষদের ৬৭ কেজি ইভেন্ট শুরু হতে চলেছে। ভারতীয় চ্যালেঞ্জ নিয়ে ভারোত্তোলনের মঞ্চে লড়াইয়ে নেমে পড়লেন জেরেমি লাল😼রিনুঙ্গা
31 Jul 2022, 02:08 PM IST
জিমন্যাস্টিক্স- প্রথম রোটেশনের পরে যোগেশ্বর সিং ১২ নম্বরে
প্রথম রোটেশনের পরে ভারতের যোগেশ্বর সিং রয়েছেন ১২তম স্থানে। তিনি রিং রুটিনে ১২.৩৫০ স্কোর দিয়ে শুরু করেছি💜লেন, ৪.২০০ ডিফিকাল্টির হাত ধরে।
31 Jul 2022, 02:05 PM IST
জিমন্যাস্টিক্স- যোগেশ্বর সিং অষ্টমে রয়েছেন
পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল 🦹অ্যারাউন্ড ফাইনালে নজর ছিল ভারতের যোগেশ্বর সিং-এর উপর। যোগেশ্বর সিং রিং-এ পꩲ্রথম রুটিন শেষ করার পরে ১২.৩৫০ (ডিফিকাল্টি ৪.২০০, এক্সিকিউশন ৮.১৫০) স্কোর অর্জন করেছেন। এখন তাঁর অবস্থান আটে।
31 Jul 2022, 01:15 PM IST
ভারতের তৃতীয় দিনের সূচি
ক্রিকেট
ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)
সাঁতার
পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ 😼(বিকেল ৩.০৭)
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক🔥- হিট ৬ (বিকেল ৩.৩১)
জিমন্যাস্টিক
পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিং💧 (দুপুর ১.৩০)
বক্সিং- মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লভলিনা বোরগোঁহাই। পুরুষদের বক্সিংয়ে রাউন্ড অফ সিক্সটি✃ন থেকে বিদায় সঞ্জিতের। আতো লিয়াও প্লদজিকির বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডে এগিয়ে ছিলেন সঞ্জিত।
টেবল টেনিস- গেমসে শুরুটা🧸 ভালো করলেও, শেষ রক্ষা হল না। মেয়েদের কোয়ার্টার ফাইনালে মালয়🤪েশিয়ার কাছে ২-৩ হারল ভারত।
স্কোয়াশ- দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল বাংলার সৌরভ ঘ⛦োষাল। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-তে সহজ জয় পেলেন সৌরভ। ১১-৪, ১১-৪, ১১-৬ ব্যবধানে হারালেন শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে। প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কলকাতার খেলোয়াড়। স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এ জিতলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পাও। বার্বাডোজের মিগান বেস্টকে ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যবধা𝓀নে হারালেন তিনি। শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন তিনিও। তবে ১৪ বছরের আনাহত সিং মহিলাদের একক রাউন্ড অফ ৩২-এ ১-৩ হেরেছেন।
31 Jul 2022, 01:15 PM IST
এখনও পর্যন্ত চারটি পদক পেয়েছে ভারত
গেমসের দ্বিতীয় দিন ভারতের সবচেয়ে বেশি নজর ছিল ভারোত্তোলক মীরাবাই চানুর দিকে। হতাশ করেননি চানু। মহিলাদের ৫৫ কেজি বিভাগে তিনি সোনা জেতেন। টানা তিনটিꦆ কমনওয়েলথ গেমসে পদক পেনে মীরাবাই। আর টানা দ্বিতীয় বার সোনা জিতলেন তিনি। ২০১৪ গ্লাসগোতে রুপো পেয়েছিলেন। এর পর গোল্ড কোস্ট এবং বার্মিংহ্যাম পেলেন সোনা। এ ছাড়াও মেয়েদের মধ্যে দ্বিতীয় দিনের শেষের দিকে ভারোত্তোলন থেকেই ভারতকে রুপো এনে দেন বিন্দিয়ারানি দেবী। আর সকালের দিকে সঙ্কেত সরগর রুপো পান। তিনিই প্রথম পদক এনে দেন ভারতকে। চোট পেয়ে অল্পের জন্য সোনা মিস করেন সঙ্কেত। দ্বিতীয় পদক ♎আসে ভারোত্তোলক গুরুরাজ পূজারির হাত ধরে। তিনি ব্রোঞ্জ পান।