গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। এবার দ্বিতীয় ম্যাচে হ🐽রমনপ্রীতদের সামনে ছিল পাকিস্তানের চ্যালেঞ্জ। পাকিস্তানও গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল বার্বাডোজের কাছে। স্বাভাবিকভাবেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দু'দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট অর্জনের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নেয় ভারত।
লিগ শীর্ষে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয়ের পরে এ-গ্রুপের এক নম্বরে উঠে আসে ভারত। ২ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়। বার্বাডোজ ও অস্ট্রেলিয়া ১টি করে ম্যাচ খেলে ২ পꦕয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রান-রেটে এগিয়ে রয়েছে ভারত।
৮ উইকেটে জয় ভারতের
পাকিস্তানের ৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে ম্য়াচ জিতে যায়। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় ব্যবধানে ম্যাচ জেতেন হরমনপ্রীত কউররা। মন্ধনা ৮টি চার ও ৩টি ছক্কার সাহায🍃্যে ৪২ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ৩ বলে ২ রান করেন জেমিমা।
মেঘনা আউট
১০.৪ ওভারে ওমাইমা সোহেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেঘনা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৯৪ রানে ২🅷 উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ১১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৬ রান। জয়ের জন্য ৪ রান দরকার ভারতের।
৯ ওভারে ১২ রান দরকার ভারতের
জয়ের জন্য ৯ ♐ওভারে ১২ রান দরকার ভারতের। ৯ ওভারে তারা ১ উইকেটে ৮৮ রান তুলেছে। সোহেলের বলে ২টি চার মারেন মেঘ꧑না। মন্ধনা ৫৫ ও মেঘনা ১০ রান করেছেন।
ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি মন্ধনার
৭.৩ ওভারে তুবার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ ব♒লে অর্ধশতরান পূর্ণ করেন মন্ধনা। ভারত ৮ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৬ রান সংগ্রহ করেছে। মন্ধনা ৩৩ বলে ৫৪ রান করেছেন। ৬ বলে ২ রান করেছেন মেঘনা।
শেফালি আউট
৫.৫ ওভারে তুবার বলে উইকেটকিপার মুনিবার দস্তানায় ধরা পড়েন শেফালি বর্মা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৬ রান করেন শেফালি। ভারত ৬১ রানে⛎ ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাবভিনেনি মেঘনা।
৫০ টপকাল ভারত
পাওয়ার প্🍷লে-র ৫ ওভারেই ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ꦚ৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ২৩ বলে ৩৯ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। শেফালি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১২ রান করেছেন।
ভারত আমিনের ওভারে তোলে ১৬ রান
চতুর্থ ওভারে আনাম আমিনের বলে ১টি চার মারেন মন্ধনা। শেফালি বর্মা ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৬ রান ওঠে। ৪ ওভারে ভারতের স্কোর বিনা🅘 উইকেটে ৪১ রান। মন্ধনা ১৭ বলে ২৮ রান করেছেন। শেফালি করেছেন ৭ বলে ১২ রান।
ডায়নার ওভারে ৩টি বাউন্ডারি মন্ধনার
তৃতীয় ওভারে ডায়নার বলে ৩টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ 👍ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫। মন্ধনা ১৪ বলে ২৩ রান করেছেন।
আগ্রাসী শুরু মন্ধনার
দ্বিত🌄ীয় ওভারে আনাম আমিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১০ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান।
ভারতের রান তাড়া করা শুরু
শেফালিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ডায়না।✤ ভারত প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে।
পাকিস্তান অল-আউট
১৭.৬ ওভারে রাধার বলে বোল্ড হন কাইনাত। ৩ বলে ২ রান করেন তিনি। পাকিস্তান ৯৯ রানে আল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১০০ রান। রাধ♈া ৩ ওভারে ১৮ রানে ২টি উইকেট দখল করেন।
রান-আউট তুবা
১৭.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েꦏন তুবা। ২ বলে ১ রান করেন 🅘তিনি। পাকিস্তান ৯৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আনাম আমিন।
রাধার শিকার ডায়না
১৭.২ ওভারে রাধা যাদবের বলে ডায়নাকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। খাতা খুলতে পারেননি ডায়না। পাকিস্তান ৯ꦯ৭ রানে ৮ উ𓄧ইকেট হারায়। ব্যাট করতে নামেন তুবা হাসান।
ফতিমাকে ফেরালেন শেফালি
১৬.৬ ওভারে শেফালির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ফতিমা সানা। ꦛ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৮ রান করেন ফতিমা। পাকিস্তান ৯৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডায়না বেজ। শেফালি ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
রান-আউট আলিয়া
ওমাইমাকে রান-আউট করানোর পরে নিজেও রান-আউট হলেন আলিয়া রিয়াজ। ১৬.৫ ওভারে মেঘনা সাজঘরের পথ দেখান পাক তারকাক🌄ে। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৮ রান করেন♎ রিয়াজ। পাকিস্তান ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাইনাত ইমতিয়াজ।
রান-আউট ওমাইমা
১৪.৫ ওভারে ওমাইমাকে কল করেও রান নেননি রিয়াজ। ফলে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হন ওমাইমা। ১৩ বলে𝓰 ১০ রান করেন ওমাইমা। পাকিস্তান ৮০ রা🍨নে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফতিমা সানা। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৮২ রান।
রানা ১৫ রানে ২ উইকেট নেন
স্নেহ রℱানা ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। পাকিস্তান ১৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ ক⛄রেছে। আলিয়া ও ওমাইমা উভয়েই ৯ রানে ব্যাট করছেন।
আয়েশাকে ফেরালেন রেনুকা
১১.৩ ওভারে রেনুকা সিংয়ের বলে জেমিমা রডর💝িগেজের হাতে ধরা পড়েন আয়েশা নাসিম। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন আয়েশা। পাকিস্তান ৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া রিয়াজ। ১২ ওভারে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৬৬ রান। রেনুকা ৪ ওভারে ১টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
জোড়া সাফল্য রানার
মারুফকে ফেরানোর পরে একই ওভারের শেষ বলে মুনিবার উইকেট তুলে নেন স্নেহ🐲 রানা। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩২ রান করেন মুনিবা। তিনি বোলার রানার হাতেই পিরতি ক্যাচ দিয়ে বসেন। পাকিস্তান ৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়েশ𒐪া নাসিম।
মারুফকে ফেরালেন রানা
৮.৩ ওভারে স্নেহ রানার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বিসমাহ মা๊রুফ। ১৯ বলে 🌞১৭ রান করেন পাকিস্তানের ক্যাপ্টেন। তিনি কোনও বাউন্ডারি মারেননি। পাকিস্তান ৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওমাইমা সোহেল।
৫০-এ পৌঁছল পাকিস্তান
অষ্ট🍸ম ওভারে মেঘনার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মুনিবা। সেই ওভারে ১৪ রান ওঠে। পাকিস্তান নবম ওভারের প্রথম বলে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৫ ও🎶ভারে পাকিস্তান ১ উইকেটের বিনিময়ে ২৬ রান সংগ্রহ করেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৪ রান করেছেন মুনিবা আলি। ৯ বলে ১১ রান করেছেন বিসমাহ মারুফ।
ভারোত্তলনে সোনা জিতলেন ভারতের জেরেমি
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। সোনা এল জেরেমির হাত ধরে। বিস্তারিত🍌 পড়ুন:- Jeremy Lalrinnunga Wins Gold: গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন𒁏 ভারতের জেরেমি
ইরমকে ফেরালেন মেঘনা
১.৩ ওভারে মেঘনা সিংয়ের বলে উইকেটকিপা꧋র যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন পাক ওপেনার ইরম জাভেদ। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। পাকিস্তান কোনও রান সংগ্রহ করার আগেই ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন মারুফ। ২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭ রান।
রেনুকার মেডেন ওভারে ম্যাচ শুরু
ইরম জাভেদকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মুনিবা আলি। বোলিং শুরু করেন রেনুকা সিং। প্রথম ওভারে কোনও রান ওঠেনি।൲ মেডেন দিয়ে যাত্রা শুরু করেন গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া রেনুকা।
ওভার কমল ম্যাচের
টসের পরে ফের বৃষ্টিতে আরও কিছুটা সময় নষ্ট হয়। ফলে ২ ওভার ক🔴মিয়ে খেলা হবে ১ꦯ৮ ওভার প্রতি ইনিংসের। ৬ ওভারের বদলে পাওয়ার প্লে অনুষ্ঠিত হবে ৫ ওভারের।
পাক শিবিরে ধাক্কা
কনকাশনের জন্য ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নিদা দার, যিনি বার্বাডোজের বিরুদ্ধে গত ম♛্যাচে ꩲদুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। তাঁর বদলে মাঠে নামেন কাইনাত ইমতিয়াজ।
পাকিস্তানের প্লেয়িং ইলেভেন
ইরম জাভেদ, মুনিবা আল꧙ি (উইকেটকিপার), ওমাইমা সোহেল, বাসমাহ মারুফ (ক্যাপ্টেন), আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ফতিমা সানা, তুবা হাসান, ডায়না বেজ, আনাম আমিন, কাইনাত ইমতিয়াজ।
ভারতের প্লেয়িং ইলেভেন
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতিꦑ💮 মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, রাধা যাদব, স্নেহ রানা, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।
ভারতের প্রথম একাদশ জোড়া বদল
ভারত তাদের প্লেয়িং ইলেভেনে একজোড𒁃🗹়া রদবদল করে। রাজেশ্বরী গায়কোয়াড়ের জায়গায় মাঠে নামেন স্নেহ রানা। সাবভিনেনি মেঘনা মাঠে নামেন হার্লিন দেওয়লের জায়গায়।
টস হারল ভারত
ভারতের বিরুদ্ধে কমনওয়েলথ গেমস ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জ⛦িতল পাকিস্তান। টস জিতে বিসমাহ মারুফ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, বার্মিংহ্যামে টস হেরে রান তাড়া করবে ভারত।
ম্যাচ শুরু হবে ৪টে ১০ মিনিটে
বৃষ্টি থেমেছে। মাঠ প্রস্তুত। টস অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুয়ায়꧂ী ৪টে ৫৫ মিনিটে। ম্যাচ শুরু হবে 🦋৪টে ১০ মিনিটে, এমনটাই জানাল বিসিসিআই।
পিছিয়ে গেল টস
সত্যি হল আশঙ্কা। বৃষ্টির জন্য পিছিয়ে গেল টসের সময়। এমন পরিস্থিতিতে ঠিক সময়ে খেলা শুরু হওয়াও ♎মুশকিল। বেশি সময় নষ্ট হলে ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে।
যথা সময়ে ম্যাচ শুরু নিয়ে আশঙ্কা
বৃষ্টি চলছে এজবাস্টনে। ফলে যথা সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। অন্তত নির্ধারিত সময়ে টস যে অনুষ্ঠিত হচ্ছে না, 🐲এটা কার্যত নিশ্চিত।
প্রথম ম্যাচের ফলাফল
গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ১৫৪ রান তোলে। পালꦯটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়।অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ১৫ রানে হার মানে বার্বাডোজের কাছে। শুরুতে ব্যাট করে বার্বাডোজ ৪ উইকেটে ১৪৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ১২৯ রানে আটকে যায়।
স্নায়ুর চাপ সামলানোই চ্যালেঞ্জ
এমনিতে ধারে ও ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পাকিস্তান প্রতিপক্ষ হলে সব খেলাতেই স্নায়ুর চাপ সামলানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দেখা 🎃দেয় ভারতীয় ক্রীড়াবিদদের সামনে। সমর্থকদের বিপুল প্রত্যাশার জন্যই হরমনপ্রীত কউররাও চাপে থাকবেন নিশ্চিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।