শুভব্রত মুখার্জি: সমস্যা আরও বাড়ল ৩২ বছর বয়সি শ্রীলঙ্কান ক্রিকেটার দনুষ্কা গুণতিলকের। শ্রীলঙ্কার এই ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরেই অস্ট্রেলিয়াতে উঠেছিল ধর্ষণের অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে সেই ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া শুরু হল এবার অস্ট্রেলিয়াতে। ফলে আরও চাপ বাড়ল শ্রীলঙ্কার এই ক্রিকেটারের উপরে। ধর্ষণের অভিযোগ ওঠার পরপরেই তাঁর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্🥀রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে। আর তার পরপরেই এই বিচার প্রক্রিয়া শুরু🦩 হওয়ার ফলে বেশ চাপে পড়ে গেলেন তিনি।
আরও পড়ুন… সাফ কাপে পাকিস্তান ফুটবল দলের অংশগ্রহণের অনুমতি দিয়𝄹েছে ভারত সরকার: AIFF
গত নভেম্বরে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপে খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা দল। সেই দলের সদস্য ছিলেন দনুষ্কা গুণতিলক। সেই সময়ে এক ডেটিং অ্যাপের মধ্যে দিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় এক অজি তরুণীর। যার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার পরে তাঁর বাড়ি যান দনুষ্কা গুণতিলকে। সেখানেই বলপূর্বক যৌন হেনস্থা সহ ধর্ষণের অভিযোগ ওঠে দনুষ্কা গুণতিলকের বিরুদ্ধে। শ্রীলঙ্কা দল সেই সময়ে দেশে ফিরে এলেও তিনি দলের সঙ্গে ফিরতে পারেননি।𝓀 তাঁর পাসপোর্ট জব্দ করা হয়।
আরও পড়ুন… WTC Final 2023: নিয়েও নিলেন না DRS! হাতেরও অঙ্গভঙ্গিতে সকলকে ধন্ধে ফেললেন রোহিত শর্মা
প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে যে চারটি অভিযোগ উঠেছিল তাঁর তিনটিই ইতিমধ্যেই খারিজ করার পাশাপাশি নস্যাৎ করে দিয়েছে অস্ট্রেলিয়ার কোর্ট। গত মাসেই এই অভিযোগগুলো খারিজ হয়েছে। এবার বাকি থাকা একটি অভিযোগ নিয়ে শুরু হ𝔉ল বিচার। সিডনির স্থানীয় আদালতে দনুষ্কা গুণতিলকে যে দোষী নন সেই মর্মে আবেদন করেছিলেন♒। তাঁর দাবি ছিল বিনা অনুমতিতে বা বলপূর্বকভাবে কোনও রকম যৌন সম্পর্কে তিনি লিপ্ত হননি। দনুষ্কা গুণতিলকের তরফে তাঁর জামিনের শর্ত বদলেরও আবেদন করা হয়। তাঁর দাবি ছিল এক সপ্তাহে যাতে করে প্রতিদিনের বদলে তিন দিন তাঁকে পুলিশের সামনে হাজিরা দিতে হয়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারে🍸🌳ন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।