বিরাট কোহলির দিকে প্রশ্ন বাণ ছুঁড়লেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। যা শুনে কিং কোহলিও কিছু বলতে পারবেন না। আসলে প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেছেন যে তিনি ভারতীয় ক্রিকেটারদের, বিশেষ করে সিনিয়রদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্তের মতো আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে 𒀰বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে খুশি নন সুনীল গাভাসকর। তিনি এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
আরও পড়ুন… ‘সে অবসর নিলে বাকিদের সঙ্গে তুলনা হবে,’ বাবরকে নিꦉয়ে পাক কিংবদন্তির ভবꦇিষ্যদ্বাণী
এমনও রিপোর্ট রয়েছে যে ফর্মের বাইরে থাকা ব্যাটার বিরাট কোহলি পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিশ্রাম𒁃 চেয়েছেন। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। সুনীল গাভাসকর এবার বিরাট কোহলিকে প্রশ্ন করেছেন যে তার মতো ক্রিকেটাররা যদি আইপিএলে বিশ্রাম না চান, তাহলে ভারতের ম্যাচের আগে বিরতির কথা বলেন কেন? গাভাসকর বলেছেন, ‘আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আইপিএল চলাকালীন বিশ্রাম না নেওয়ার পরে, ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইছেন? আমি এই বিষয়টার সঙ্গে একমত নই।’
সুনীল গাভাসকর আরও বলেন, ‘ভারতের হয়ে খেলতে হবে। আপনি আরাম সম্পর্কে কথা বলতে পারেন না। টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। এটি আপনার শরীরকে প্রভাবিত করে না। টেস্ট ম্যাচে মন ও শরীরের ক্লান্তি বেশি থাকতো। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সমস্যা আছে বলে মনে ꦡকরি ꧑না।’
আরও পড়ুন… ‘সে অবসর নিলে ব🌊াকিদের সঙ্গে তুলনা হবে,’ বাবরকে নিয়ে পাক কিংবদন্তির ভবিষ্যদ্বাণী
অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার আরও বলেছিলেন যে বিসিসিআই-এর এই বিশ্রাম নীতিতে ('বিশ্রাম নীতি') হস্তক্ষেপ করার সময় এসেছ𒈔ে। যা এখন ভারতীয় ক্রিকেটে একটি সাধারণ প্র্যাকটিসে পরিণত হয়ে🌞ছে। টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান গাভাসকর বলেছেন, যে ক্রিকেটাররা প্রয়োজন ছাড়া বিশ্রাম চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।