সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই তিনি ভারতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে ♓উঠেছেন। তিনি এককভাবে বহু ম্যাচে ভারতীয় দলকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। আসুন আমরা আপনাকে বলি, তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যাতে তিনি ৩৭.৮৬ গড়ে এবং ১৭৬.৩৭&nꦚbsp;স্ট্রাইক রেটে ১০৬০ রান করেছেন। এছাড়াও তাঁর দখলে রয়েছে ৯টি অর্ধশতক ও ১টি সেঞ্চুরি।
আসুন আমরা আপনাকে বলি, সূর্যকুমার যাদবের নাম এই সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে গণনা করা হচ্ছে। তিনি বর্তমানে আইসিসি টি-টোয়েন❀্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন। মাঠের প্রতিটি কোণে বল মারার ক্ষমতার রয়েছে তাঁর। সেই কারণেই সূর্যকুমার যাদবকে মিস্টার 360° নামেও ডাকা হয়ে থাকে। সূর্যকুমার যাদবের দিন হলে তিনি কোনও বোলারকে রেহাই দেন না।
আরও পড়ুন… কোহলির জায়♌গায় পাকিস্তানের ব্যাটাররা হলে ৩০-৪ඣ০ রানে হারত! পাক তারকার স্বীকারোক্তি
বর্তমানে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে ভালো পারফর্ম করা সূর্যকুমার যাদবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই মুহূর্তে শীর্ষ ফর্মে রয়েছেন এবং তিনি একই ফর্ম চালিয়ে যেতে চান। সূর্যকুমার যাদব জানালেন ভারতীয় দলে 🌸যোগ দিতে কত অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
সূর্যকুমার যা🦹দব ২০১৭-১৮ মরশুমে তাঁর স্ত্রী দেবীশার সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেছিলেন। ভারতীয় দলের ‘স্কাই’ বলেন, দুজনেই ঘণ্টার পর ঘণ্টা নিজেদের মধ্যে কথা বলতাম। তখন আমরা একে অপরকে বলতাম পরিশ্রমের বদলে স্মার্ট ওয়ার্ক করতে হবে।ꦓ
আরও পড়ুন… অন্য দলের💛 প্লেয়াররাও চাইছিল আমি ভালো খেলি-IP﷽L-এর সংগ্রামের স্মৃতিচারণ কোহলির
সূর্যকুমার যাদব ইএসপিএন ক্রিকইনফোতে বলেছেন, ‘২০১৭-১𝓰৮ মরশুমের পরে, আমার স্ত্রী দেবীশা এবং আমি বসেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমাদের স্মার্ট কাজ শ💝ুরু করা উচিত। আমি কঠোর পরিশ্রম করে এখানে পৌঁছেছি, এখন অন্য কিছু করি এবং ফলাফল দেখি।’
সূর্যকুমার যাদব আরও বলেন, ‘তারপর আমি অন্যভাবে অনুশীলন শুর꧅ু করেছিলাম। ২০১৮ সালের পর, আমি বুঝতে পেরেছিলাম যে এখন আমাকে আম🌺ার খেলায় অনেক কাজ করতে হবে। আমি অফ সাইডের দিকে বেশি ব্যাটিং শুরু করলাম। আমিও ডায়েটিং শুরু করলাম। আরও কিছু জিনিস ছিল যার উপর আমি অনেক কাজ করেছি এবং ফলাফল ২০১৮ এবং ২০১৯ এর ঘরোয়া মরশুমে দেখতে পাই। এরপরে আমি খুব ইতিবাচক ফল পেয়েছিলাম। ২০২০ সালে, আমার শরীর অনেকটা আলাদা হয়ে গিয়েছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।