মেয়েদের ক্রিꦫকেটকে আকর্ষণীয় করে তুলতে নিয়ম বদলানোর প্রয়োজন নেই। মাঠে লোক টানার জন্য বাউন্ডারি-পিচ ছোট করা বা বলের ওজন কমানোর মতো রদবদলের পরিবর্তে খেলাটার যথাযথ🌸 মার্কেটিং ও একেবারে নিচের স্তর থেকে উন্নতির চেষ্টা করা দরকার। এমনটাই মত ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা পেসার শিখা পান্ডের।
সাম্প্রতিক সময়ে মেয়েদের ক্রিকেটকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিস্তর আলো𓆉চন চলছে। যার মধ্যে অন্যতম হল, বাউন্ডারি ছোট করা, পিচের দৈর্ঘ্য কমানো এবং তুলনায় ছোট ও হালকা বল ব্যবহার করা প্রভৃতি।
একমাত্র ছোট বল ব্যবহারের প্রস্তাব ছাড়া বাকি পরামর্শগুলিকে নিতান🐬্ত অর্থহীন বলে উল্লেখ করেন শিখা। পর পর বেশ কয়েকটি টুইটে তিনি নিজের মতামত জানান। শিখার মতে, অলিম্পিকের ১০০ মিটারে কোনও মহিলা স্প্রিন্টারকে ছেলেদের মতো কম সময়ে সোনা জেতার জন্য ৮০ মিটার দৌড়তে বলা হয় না। সুতরাং পিচ ছোট করে, মাঠ ছোট করে মেয়েদের ক্রিকেট আয়োজনের দরকার নেই।
শিখা দাবি করেন, সাম্প্রতিক কালে মেয়েদের ক্রিকেটেও পাওয়ার হিটিং দেখা গিয়েছে এবং মাঠে দর্শক আসাও শুরু হয়েছে। তাই, যদি দর্শক টানার কথা ভাবা হয়, তবে মেয়েদের ক্রিকেটের বাণিজ্যিকরণ দরকার। শিখা প্রশ্ন তোলেন, কেন মেয়েদের ম্যাচে ডিআরএꦿস ব্যবহার করা হবে না? স্নিকো, হটস্পটের মতো প্রযুক্তি থেকে কেন বঞ্চিত থাকবে মহিলা ক্রিকেট? এমনকি সব ম্যাচ কেন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না?
শিখার দাবি, যদি বলের ওজন একই রাখা হয়, তবে তুলনায় ছোট বল ব্যবহারের প্রস্তা🐲ব মেনে নেওয়া যায়। কেননা তাতে মেয়েদের গ্রিপ করতে সুবিধা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।