তাঁর দেশে ক্রিকেট খেলার খুব একটা চল নেই। ক্রিকেট দুনিয়াতে স্বাভাবিকভাবেই তেমন বড় নামও নয় আমেরিকা। তাই ক্রিকেট নিয়ে খুব একটা খবর রাখবে না কেউ, সেটাই স্বাভাবিক।তবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে যে ভালোমতোই হোমওয়ার্ক করেই এসেছেন, তা বোঝালেন মার্কিন প♑্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ভারত সফরের লাইভ ব্লগ
এদিন মোতেরায় 'নমস্তে ট্রাম্প'-এর মঞ্চে নিজেস্ব ভঙ্গিতেই ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। মাঝপথে একেবারে অপ্রত্যাশিতভাবে ক্রিকেটের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, 'এটা সেই দেশ যেখানে মানুষ সবথেকে বড় ক্রিকেটারদের সমর্থন করেন। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, বিশ্বে সর্বশ্রে🃏ষ্ঠ।'
আরও পড়ুন : নমস্তে ট্রাম্প-ভারত ও আমেরিকার মধ্যেꦆ গভীর সম্পর্কের কথা তুলে ধরলেন মোদী
যদিও সচিন তেন্ডুলকরে🍌র নাম বলতে গিয়ে কয়েকবার হোঁচট খান ট্রাম্প। শেষপর্যন্ত সচিনকে 'সুচিন' বলেন তিনি। বিরাটের নাম অবশ্য সহজেই বলেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন : নেই নেই করেও ট্রাম্পের সফরে হাজির হলেন ৩ উজ্জ্বল বাঙা♌লি
ট্রাম্পের মুখে সচিন-বিরাটের নাম শোনার পর তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়েন শ্রোতারা। এক লাখের বেশি শ্রোতার আওয়াজে গমগম করতে থাকে স্টেডিয়াম। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও চ💞ওড়া হাসি দেখা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।