মূলত ডানহাতি মিড🌞🏅িয়াম পেসার। তবে ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। একজন যথাযথ পেসার অল-রাউন্ডারের খোঁজে থাকা সব দলেই অনায়াসে মানিয়ে নিতে পারেন মণিশঙ্কর মুরাসিং। ৩০ বছরের অভিজ্ঞ তারকা এবার দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নিজের কার্যকরীতা প্রমাণ করলেন ফের একবার।
আলুরে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রꦅফির কোয়ার্টার ফাইনালে মণিশঙ্কর মুরাসিং প্রথমে বল হাতে নির্ভরতা দেন পূর্বাঞ্চলকে। পরে ব্যাট হাতে সংক্ষিপ্ত অথচ কার্যকরী ইনিংসে দলকে ১০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন তিনি। ত্রিপুরার তারকা অল-রাউন্ডারের জন্যই প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও লড়াই থেকে একেবারে༺ ছিটকে যেতে হয়নি অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন পূর্বাঞ্চল দলকে।
চলতি দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে মুরাসিংয়ের পারফর্ম্যান্স:-টস জিতে শুরুতে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসেꦺ ১৮২ রানে অল-আউট করে পূর্বাঞ্চল। মণিশঙ্কর মুরাসিং ২ꩲ০ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৪২ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১২২ রানে। মণিশঙ্কর ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলে নট-আউট থাকেন।
মণিশঙ্কর মুরাসিংয়ের ক্রিকেট কেরিয়ার:-ত্রিপুরার ৩০ বছর বয়সী এই অল-রাউন্ডার ডানহাতে মিডিয়াম পেস বল করলেও ব্♔যাট করেন বাঁ-হাতে। চলতি দলীপ ট্রফির আগে পর্যন্ত মোট ৮০টি ফার্স্ট ক্লাস, ৫৭টি লিস্ট-এ ও ৬🎀০টি টি-২০ ম্য়াচ খেলেছেন মণিশঙ্কর মুরাসিং। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৬.৬৭ গড়ে ৩৩০৮ রান সংগ্রহ করেছেন তিনি। ৪টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি করেছেন মুরাসিং। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫০ রানের। সেই সঙ্গে তিনি উইকেট নিয়েছেন ২৪০টি। ১২বার (এই নিয়ে ১৩ বার) ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ২ বার।
লিস্ট-এ ক্রিকেটে ২৩.৮৬ গড়ে ১০৫০ রান সংগ্রহ করেছেন মণিশঙ্কর। হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৯ রানের। ৫০ ওভা๊রের ক্রিকেটে ৬৯টি উইকেট সংগ্রহ করেছেন মুরাসিং। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।