মর্যাদাপূর্ণ দলীপ ট্রফি বেঙ্গ🧜ালুরুতে শুরু হতে চলেছে ২৮ জুন থেকে। আর প্রথম দিন আলুর ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। পাশাপাশি একই দিনে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তর পূর্বাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিরুদ্ধে।
নর্থ ইস্ট জোন ঘরোয়া এই ღপ্রথম-শ্রেণীর টুর্নামেন্টের ষষ্ঠ তথা নবতম সংযোজন। এই ম্যাচগুলো কোয়ার্টার ফাই✨নাল হিসেবে খেলা হবে। যে দল জিতবে, তারা সেমিফাইনালে উঠবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল এবং রানার্স আপ দক্ষিণাঞ্চল তাদಌের আগের মরশুমের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে প্রবেশের সুযোগ পেয়েছে। দলীপ ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই চিন্নাস্বামী ﷺস্টেডিয়ামে। যেখানে ফাইনালে ওঠা দুই শীর্ষস্থানীয় দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে।
আরও পড়ুন: ১৬ বলে ৯০ রান, MPL 20ꦫ23-এ চমক দেখাল ১৮ বছরের আরশিন- ভ🔜িডিয়ো
দলীর ট্রফির স্কোয়াড:
পশ্চিমাঞ্চল: প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, হারভিক দেশাই (উইকেটরক্ষক), পৃথ্বী শ, হেত প্যাটেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, অর্পিত 𒉰ভাসাভাদা, অতীত শেঠ, শামস মুলানি, যুবরাজ দোদিয়া, ধর্মেন্দ্র চেতনা, জাকারেন্দ্র চেতনা, চিন্তন গাজা, আরজান নাগওয়াসওয়ালা।
দক্ষিণাঞ্চল: হনুমা বিহারী (অধিনায়ক), মায়াঙ্ক𒀰 আগরওয়াল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, রিকি ভুই (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), আর সমর্থ, ওয়াশিংটন সুন্দর, সচিন বেবি, প্রদোষ রঞ্জন পাল, সাই কিশোর, ভি কাভেরাপা, ভি বৈশাক, কেভি শশিকান্ত, দর্শন মিসল, তিলক বর্মা।
পূর্বাঞ্চল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), শাহবা🐽জ নাদিম (সহ-অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, এ মজুমদার, বিপিন সৌরভ, এ পোড়েল (উইকেটরক্ষক), কে কুশাগরা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপ, অনুকুল রায়, এম মুরা সিং, ইশান পোড়েল।
উত্তরাঞ্চল: ꦜমনদীপ সিং (অধিনায়ক), প্রশান্ত চোপড়া, ধ্রুব শোরে, মনন༺ ভোরা, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), অঙ্কিত কুমার, এএস কালসি, হর্ষিত রানা, আবিদ মুস্তাক, জয়ন্ত যাদব, পুলকিত নারাং, নিশান্ত সান্ধু, সিদ্ধার্থ কৌল, বৈভব আরোরা, বালতেজ সিং।
মধ্যাঞ্চল: শিবম মাভি (অধিনায়ক), উপেন্দ্র যাদব (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), বিবেক সিং, হিম♋াংশু মন্ত্রী, কুণাল চান্দেলা, শুভম শর্মা, আমনদীপ খারে, রিঙ্কু সিং, অক্ষয় ওয়াদকার, ধ্রুব জুরেল, সৌরভ কুমার, 𒁃মানব সাথর, সারাংশ জৈন, আবেশ খান, যশ ঠাকুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।