শুভব্রত মুখার্জি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে𝓡 হারের হতাশা কাটিয়ে ধীরে ধীরে ছ﷽ন্দে ফেরার লড়াই চালাচ্ছে টিম ইন্ডিয়া। ২০১৩'র পর দীর্ঘদিন আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। এমন আবহেই ঘরের মাটিতে বছর শেষে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। সেই আসরে শিরোপা জিততে যে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল মুখিয়ে থাকবে তা অজানা নয়। তেমনি বিশ্বকাপ আয়োজনে কোন ত্রুটি রাখতে চাইছে সম্ভাব্য ভেন্যুগুলোও। যাদের মধ্যে অন্যতম হল কলকাতার ইডেন গার্ডেন্স । রোহিতদের স্বাগত জানাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইডেন সংস্কার। একেবারে ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো।
আরও পড়ুন… ফ্র্যাঞ্চাইজ💝ি লিগে পাওয়া যায় বিপুল টাকা, বখে যাওয়া খুব সহজ, সতর্ক করল﷽েন স্টার্ক
ড্রেসিংরুমের খোলনলচেই পাল্টে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই সংস্কা🅷র করা হয়েছে প্রেস বক্সের। সাংবাদিক সম্মেলন কক্ষকেও ঢেলে সাজানো হয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলের আগেই অবশ্য প্রেস বক্স এবং সাংবাদিক সম্মেলনে কক্ষের আমূল পরিবর্তন করা হয়েছিল। এবার পালা স্টেডিয়ামের বাকি অংশের। গ্যালারি সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। মাস চারেক বাদেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ। উল্লেখ্য ভারত শেষবার ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজন করেছিল। এরপর ২০১৬ সালে ভারতেই অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। ফলে বছর সাতেক বাদে ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ইভেন্ট। এই বছর এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ইতিমধ্যেই সমস্ত ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই সূচিতেই পড়তে চলেছে আইসিসির শিলমোহর।
আরও পড়ুন… WTC Final: শুধু ফাইনে কাজ হꦉচ্ছে না, মন্থর ওভাররেটে💟র ট্রেন্ড বন্ধ করতে কড়া পদক্ষেপের সওয়াল ভনের
হাতে সম꧙য় যেহেতু একেবারে কম রয়েছে ফলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইডেন সংস্কার। এক বছর আগে থেকেই অল্প অল্প করে শুরু হয়েছিল এই সংস্কারের কাজ। জাতীয় দল🧸ের ম্যাচ, আইপিএলের ম্যাচ থাকায় তা ক্ষনিকের জন্য থামাতে হয়। এবার ফের জোর কদমে শুরু হয়েছে সেই কাজ। সংস্কার হচ্ছে ডা:বিসি রায় ক্লাব হাউজের গ্যালারি। উল্লেখ্য বিশ্বকাপের কথা মাথাতে রেখেই গত বছরে ইডেন সংস্কারের পরিকল্পনা করেন সিএবির কর্তা ব্যক্তিরা। সাজঘরের মেঝেতে বসবে নতুন মার্বেল এবং টাইলস। ফলস সিলিং, নতুন আলো লাগানো হবে সাজঘরে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই ইডেন সংস্কারের কাজ শেষ হবে। পরিদর্শনে আসবেন আইসিসি এবং বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা। আইসিসির সবুজ সংকেত পেলে তবেই ইডেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে। সূত্রের খবর অনুযায়ী ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ হতে পারে ইডেনে। পাশাপাশি হতে পারে একটি নক আউট পর্বের ম্যাচও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।