ব্যাট হাতে ডাহা ফেল ক্যাপ্টেন সইফ🍃 হাসান। তবু ওমানের বিরুদ্ধে এমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হার দিয়ে অভিযান শুরু করা বাংলাদেশ-এ দল শনিবার ওয়ান ডে ম্যাচ জেতে কার্যত টি-২০ ক্রিকেটের ঢংয়ে।
কলম্বোয় টস জিতে ওমান-এ দলকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশে। শুরু থেকেই খোঁড়াতে থাকা ওমান ৪৬ ওভারে মাত্র ১২৬ রান তুলে অল-আউট হয়ে যায়।♏ হাত খোলার সুযোগ পাননি তাদের কোনও ব্যাটারই। কার্যত টেস্টের গতিতে রান তোলেন সবাই।
আয়ান খান দলের হয়ে সব থেকে বেশি ২৬ রান করে আউট হন। ৪৭ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারে⛄ন। ৬৪ বলে ২৫ রান করেন শুভ পাল। তিনি ১টি চার মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ২৩ রান করেন শোয়েব খান। ২টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২২ রান করেন কাশ্যপ প্রজাপতি। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব। ৯ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ১৮ রানের বিনি🔥ময়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। ৯ ওভার বল করে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন মাহমুদুল হাꦏসান জয়। এছাড়া ৩২ রানে ২টি উইকেট পকেটে পোরেন রাকিবুল হাসান। মেহেদি হাসান ও রিপন মণ্ডল ১টি করে উইকেট সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলে ম্যাচ জিতে যায়। ২০১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। ওপেন করতে🐈 নেমে তানজিদ হাসান ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৮ রান করে আউট হন তিনি।
অপর ওপেনার মহম্মদ নইম ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৪৭ রান করে নট-আউট থাকেন। ক্যাপ্টেন সইফ হাসান শূন্য রানে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন জাক🐷ির হাসান। ওমানের হয়ে ২টি উইকেটই তুলে নেন আকিব ইলিয়াস। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তানজিম হাসান সাকিব। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান-এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।