পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় হেডিংলির লিডসে, অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি🍨 হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের আশা বাঁচিয়ে রাখতে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে কারণ জয়ের চেয়ে কম কিছু হলেই সিরিজ হারাতে হতে পারে তাদের। তবে তৃতীয় টেস্ট ঘিরে একটি বিতর্ক সামনে এসেছে। শোনা যাচ্ছে টেস্ট ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রবেশপথে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন ইংল্যান্ড দলের কোচ। জানা গিয়েছে ইংল্যান্ড দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নাকি মাঠে প্রবেশে করতেই দেওয়া হচ্ছিল না।
দ্য টাইমস ইউকে-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে হেডিংলে টেস্টের প্রথম দিনে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। জানা গিয়েছে তাঁর কাছে নাকি পাস ছিল না। তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনের খেলার আগে হেডিংলিতে যখন তিনি মাঠে প্রবেশ করতে চান তখন তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝগড়া করে মাঠে প্রবেশ করেন তিনি। সেই☂ সময়ে ব্রেন্ডন ম্যাককালাম খুবই অপমান জনক অবস্থায় নিজেকে পেয়েছিলেন। জানা গিয়েছে তাঁর কাছে 'সঠিক পাস' না থাকার জন্যই নাকি নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে এমনটা করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে নিরাপত্তারক্ষী ম্যাককালাম🐬কে চিনতে পারেননি। ব্রেন্ডন ম্যাককালাম নাকি শেষ পর্যন্ত নিজের ধৈর্য হারিয়ে ফেলেন এবং তাঁকে উপেক্ষা করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী ম্যাককালামকে চিনতে পারেননি এবং তাই তাঁকে সংযত করা হয়েছিল, যখন নিউজিল্যান্ডের খেলোয়াড়ের সঙ্গে থাকা ব্যক্তি তাঁকে বলেছিলেন যে ইনি ইংল্যান্ড দলের কোচ।’ এরপরে সেই নিরাপত্তারক্ষী রেডিওতে নিজের সিনিয়রের সঙ্গে কথা বলতে চান। সেই সময়ে নিজের ধৈর্য হারিয়ে ফেলেন ম্যাককালাম। এরপরে তিনি এগিয়ে যান এবং নিরাপত্তারক্ষীকে ধমকি দিয়ে বলেন, ‘এটার জন্য তাঁকে মূল্য দিতে হবে।’ এই ঘটনায় সকলেই বেশ অবাক হয়েছেন।
প্রথমত ইংল্যান্ডের মাটিতে খেলা আর ইংল্যান্ডের নিরাপত্তারক্ষী নাকি ইংল্যান্ড দলের কোচকে চেনেন না। দ্বিতীয়ত সেই নিরাপত্তারক্ষী নিজের কাজ করছিলেন, উপযুক্ত কার্ড না আনার জন্যই তো নিরাপত্তারক্ষী ম্য🍌াককালামকে ঢুকতে দেননি, ফলে এর জন্য নিরাপত্তারক্ষী কোনও ভাবেই দায়ী নন, কারণ তিনি নিজের কাজটা করেছেন মাত্র। এই অবস্থায় ম্যাককালামের উপর কতটা প্রভাব পড়েছে সেটা সেই সময়েই বোঝা গিয়েছিল। কারণ সেই সময়ে নিরাপত্তারক্ষীকে উপেক্ষা করই মাঠে ঢুকে পড়েছিলেন ম্যাককালাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।