সতীর্থ স্যাম ꦿকারানকে কাঁধে তুলে জিমে অনুশীলনে কসরত করছিলেন। সেই কেরামওতি দেখাতে গিয়েই চোটের কবলে পড়েন জনি বেয়ারস্টো। যার জেরে অনুশীলনের মাঝেই উঠে যেতে হল বেয়ারস্টোকে। এই চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।
আরও পড়ুন: ম্যাচ ভেস্তে যাওয়ায় শতরান হাতছাড়া, বেঙ্গসরকাไরের মতোই দুর্ভাগ্যের শিকার ডি'কক
মঙ্গলবার সন্ধ্যের সময়ে ব্রিস্টলের সিট ইউনিক স্টেডিয়ামে ইংল্যান্ডের অনুশীলন চলছিল। সে সময়ে অনুশীলনের মাঝে উঠে পড়তে দেখা যায় বেয়ারস্টোকে। তাঁর বাঁ হাঁটুতে আইসপ্যাক লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল, বাঁ হাটুতেই চোট পেয়েছেন তিনি। তবে বেয়ারস্টো কতটা গুরুতর চোট প⭕েয়েছেন, সেই বিষয়ে এখনও ইংল্যান্ডের দলের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড▨়ুন: ধোনির স্টাইলে মার্করামকে বিদ্যুৎ গতিতে রান-আউট করলেন বাটলার, ভিডিয়ো
বেয়ারস্টোরল চোটের আসল কারণ জানা যায়, যখন ইংল্যান্ডের ক্রিকেটার রিস টপলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতে দ⭕েখা গিয়েছে, স্যাম কারানকে কাঁধে তুলে অনুশীলন করছেন বেয়ারস্টো। সেই কসরত করতে গিয়েই বেয়ারস্টো চোট পেয়েছেন বলে খবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।