এই মরশুমে টেস্ট দুরন্ত ছন্দে রয়েছেন জো রুট। ব্যাট হাতে একের প♚র এক নজির গড়ে চলেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। শনিবার তিনি ভারতে▨র কিংবদন্তি দুই ক্রিকেটার সুনীল গাভাসকর এবং সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গিয়েছেন। পাশাপাশি জো রুট অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে একাধিক নজির গড়ে ফেলেছেন। এ দিন জো রুট ৬২ রান করে আউট হন।
১) ব্রিটিশ অধিনায়ক হিসেবে টেস্টে ৫০ বা তার বেশি রান করার নজির গড়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ৩৭টি অর্💞ধশতরান করে ফেলেছেন তিনি। এই রেকর্ড এতদিন ছিল অ্যালেস্টার কুকের। ত🐭িনি ৩৬টি অর্ধশতরান করেছিলেন।
২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিটিশ অধিনায়ক হিসেবে সর্বাধিক অর্ধশতরান বা তার বেশি রান করে ফেলেছেন রুট। ꧂অজিদের বিরুদ্ধে ক্যাপ্টেন রুট ১১টি অর্ধশত তার বেশি রান করেছেন। এর আগে পিটার মে অধিনায়ক থাকার সময়ে অস্ট্র𓆏েলিয়ার বিরুদ্ধে ১০টি অর্ধশতরান করেছিলেন।
৩) ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রান কর🥃ার রেকর্ডও করলেন জো রুট। মোট ৭বার অস্ট্রেলিয়ার মাটিতে জো রুট ৫০ বা ཧতার বেশি রান করলেন। এর আগে ব্রিটিশ অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়ে অর্চি ম্যাকলরেন করেছিলেন ৬টি অর্ধশত বা তার বেশি রান।
অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। তার পর ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেই সময়ে দলের হাল ধরেন জো রুট এবং দাওয়িদ মালান। রুট ৬২ করেন। আর মালান ৮০ করে আউট হন। তৃতীয় উইকেটে তাঁরা ১৩৮ রান♑ যো🍌গ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।