শুধু ভারতীয় ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটও এখন তাকিয়ে রয়েছে বিরাট কোহলির ১০০তম টেস্টের দিকে। মোহালিতে অনুষ্ঠিত এই টেস্টকে ঘিরে হুহু করে উন্মাদনার পারদ চড𒊎়ছে। এই♋ টেস্টকে কোহলিও নিঃসন্দেহে স্মরণীয় করে রাখতে চাইবে।
কোহলির এই বিরাট মাইলস্টোন স্পর্শ করার আগে তাঁর দুরন্ত টেস্ট কেরিয়ার নিয়ে স্মৃতিচারণ করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়ক অভিষেক টেস্টেই যে সাহস, যে আগ্রাসন দেখিয়েছিল, সে কথা আরও একবার মনে করতে গিয়ে রৌম😼াঞ্চিত হয়ে পড়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
২০১১ সালে জামাইকার কিংস্টনে ও𝓡য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের পর থেকে কোহলির টেস্টের পরিসংখ্যান নজর কাড়া। ৫০.৩৯ গড়ে ৯৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ৭৯৬২ রান।
স্পোর্টিস টু-ডে-তে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘এটি একটি অ🌠সাধারণ জার্নি। এমন কী ও ওর অভিষেক সিরিজেও প্রতিপক্ষকে নিয়ে ভয় পায়নি। আমি জানি না আপনাদের মধ্ℱযে ক'জন মনে রেখেছেন, যখন ২০১১ সালে কোহলির টেস্ট অভিষেক হয়েছিল, সে সময়ে ফিদেল এডওয়ার্ডস ওকে বাউন্স করে যাচ্ছিল। আর ও নীচু হয়ে সামলে নিচ্ছিল। এরপর এডওয়ার্ডস বিরাটের দিকে তাকালে ভয় না পেয়ে কোহলি হেলমেটের ফাঁক দিয়ে ওকে চুমু ছুড়ে দেয়। একজন নবাগতের জন্য বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের সাথে এ ভাবে আচরণ করা- ফিদেল এডওয়ার্ডস দ্রুত গতির বোলার ছিল। ১৪৫-র উপর বল করত। এতে একজন তরুণ নিজের প্রতি বিশ্বাস এবং যে সাহস দেখিয়েছিল, সেটা সত্যি অসাধারণ ছিল। তার পর থেকে ওর কেরিয়ারের গ্রাফটা শুধুমাত্র ঊর্ধ্বমুখীই ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।