শুভব্রত মুখার্জি:- রবিবার এক অনন্য নজির গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা ❀সুমিত নাগাল। দশম ভারতীয় টেনিস তারকা হিসেবে এই নজির নিশ্চিত করলেন সুমিত নাগাল। ভারতীয় টেনিস তারকাদের মধ্যে দশম খেলোয়াড় হিসেবে বিশ্ব ক্রমতালিকায় প্রথম ১০০-তে জায়গা করে নিলেন তিনি। শেষ পাঁচ বছরে প্রথম ভারতীয় হিসেবে এট🉐িপি প্রকাশিত বিশ্ব ক্রমতালিকায় প্রথম ১০০-তে জায়গা করে নিলেন তিনি। দক্ষিণ ভারতের শহর চেন্নাইতে আয়োজিত হয়েছিল এটিপি চ্যালেঞ্জার্স প্রতিযোগিতা। সেই চেন্নাই ওপেনের খেতাব জিতেই এই নজির গড়লেন তিনি।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই সুমিত নাগাল। তিনি ফাইনালে মুখোমুখি হন ইতালির লুকা নার্ডির। ম্যাচে ভারতীয় তারকা জিতেছেন ৬-১,৬-৪ ফলে।চেন্নাইয়ের এসডাট স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয়েছিলেন দুই খেলোয়াড়। এক ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে এদিন জয় নিশ্চিত করেন ভারতীয় তারকা। সুমিত নাগাল সেমিফাইনালে কাঁধের চোট নিয়ে লড়াই করেই ফাইনা🌳লের টিকিট নিশ্চিত করেছিলেন। নাগাল তাঁর অষ্টম চ্যালেঞ্জার্স প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন। এই নিয়ে তিনি তাঁর পঞ্চম চ্যালেঞ্জার্স ট্রফির খেতাব জিতলেন। এটিপির তরফে সোমবার প্রকাশ করা হবে নয়া ক্রমতালিকা। সেই ক্রমতালিকাতেই তিনি প্রথম ১০০-য় জায়গা করে নেবেন। খব🌳র অনুযায়ী, বিশ্ব ক্রমতালিকায় ৯৮ নম্বরে উঠে আসছেন সুমিত নাগাল।
ঘরের দর্শকদের উৎসাহে এদিন অনবদ্য খেলেন সুমিত। লুকা নার্ডির বিরুদ্ধে এদিন দারুণ ফর্মে ছিলেন তিনি। সুমিত তাঁর প্রথম সার্ভিসে ৪৮ শতাংশ পয়েন্ট জেতেন। দ্বিতীয় সার্ভিসে এদিন তিনি জিতেছেন ৭১ শতা🧔ংশ পয়েন্ট। উল্লেখ্য চেন্নাই ওপেনের শুরুর আগে বিশ্ব ক্রমতালিকায় ১২১ নম্বরে ছিলেন নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পরেই ক্রমতালিকায় ১০০'র কাছাকাছি চলে এসেছিলেন নাগাল। অজি ওপেনের প্রথম রাউন্ডে বিশ্ব ক্রমতালিকায় ২৭ নম্বಌরে থাকা আলেক্সজান্ডার বুবলিককে হারিয়ে দিয়েছিলেন তিনি। খেলার ফল ছিল তাঁর পক্ষে ৬-৪,৬-২,৭-৬(৫)। চেন্নাই ওপেনে জেতার পরে এবার প্রথম ১০০-তে ঢুকেই পড়লেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।