ক্রিকেট হোক কি ফুটবল, ময়দানে বয়স ভাঁড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। এবার ফের একবার এই রকম গুরুতর অভিযোগ উঠল কলকাতা ময়দানে। তাও আবার ইস্টবেঙ্গল ক্লাবের মতো দলের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুন🎀ছেন। আজতক বাংলার প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে আধার কার্ড জালিয়াতি এবং বয়স ভাঁড়ানোর অভিযোগে এআইএফএফের অনূর্ধ্ব-১৭ আই লিগ খেলতে পারবে না 💮ইস্টবেঙ্গল। বলা ভালো ব্যান করে দেওয়া হল কলকাতার এই প্রধানকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।
ঘটনার সূত্রপাত অনূর্ধ্ব-১৭ আইলিগের ডার্বিতে। ইস্ট🦋বেঙ্গলের কাছে ০-৪ গোলে হারতেই এআইএফএফের কাছে অভিযোগ জানায় মোহনবাহান। বেশ কিছু নথি দিয়ে 🔥তারা ফেডারেশনের কাছে চিঠি পাঠায়। মোহনবাগানের করা অভিযোগ পরই তদন্ত শুরু করে এআইএফএফ। আর তাতেই ফেডারেশন কর্তাদের চোখ কপালে ওঠে। এক নয়, একাধিক ফুটবলারের আধার কার্ডে জালিয়াতি করা হয়েছে। সেই সঙ্গে বয়স কমিয়ে ফুটবলারদের খেলানো হয়েছে।
সব দিক বিবেচনা করার পরই ইস্টবেঙ্গলকে ব্যান করার সিদ্ধান্ত নিল ফেডারেশন। শুধু তাই নয়, যে সব ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট হারিয়েছে, তাদেই সেই পয়েন্ট ফিরিয়ে দেওয়া হল। পাশাপাশি ৬ ফুটবলারকে চার বছরের জন্য সাসপেন্ড করল ফেডারেশন। এমন ঘটনা শোরগোল ফেলে দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। কারণ অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ এখান থেকেই নতুন ফুটবলার উঠে আসে। আর সেখানেই জালিয়াতি। তাই ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবকে বড় শাস্তি দিতে একবারের জন্যও দ্বিধাবোধ করেনি তারা। বড়সড় লজ্জার মুখে পড়তে হল ইমামꦓি ইস্টবেঙ্গলকে।
এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকಌার জানিয়েছেন, 'আমাদের সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর সুবিচার না পেলে আইনি পথে হাঁটব।' বয়স ভাঁড়ানোর জন্য শুধু ইস্টবেঙ্গল নয়, একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে মুথুট ফুটবল অ্যাকাডেমিকেও। তবে যাই হোক না কেন বেশ চাপে পড়ল লাল-হলুদ।
একদিকে আইএসএল ডার্বি নিয়ে দেꦦাটানার মধ্যে পড়েছে ইস্টবেঙ্গল। কা🐻রণ আগামী ১০ মার্চ শাসক দল তৃণমূল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। ফলে সেদিন ডার্বি ম্যাচের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিধান নগর পুলিশ কমিশোনারেট। এই পরিস্থিতিতে ডার্বি কবে হয় সেই দিকে তাকিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।