মোহনবাগানের জার্সি গায়ে উঠতেই কলকাতা ডার্বির কথা বললেন সবুজ মেরুনের নতুন সৈনিক অনিরুদ্ধ থাপা। এখন থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি অনিরুদ্ধ থাপা। ভারতের তরুণ ফুটবলারের সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান। দেশের অন্যতম সেরা মিডফিল্ডারকে এ বার সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে। স🅷েই মতো দলের ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে থাপার হাতে। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি-দিয়ে চেন্নায়িন এফসি থেকে অনিরুদ্ধকে দলে নিয়েছে মোহনবাগান। কয়েকদিন আগে চুক্তি পাকা হয়ে গেলেও সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট শুক্রবার সরকারিভাবে ঘোষণা করেছে। তবে সবুজ মেরুন জার্সি পেয়েই ডার্বি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন অনিরুদ্ধ থাপা। হাজার হাজার সমর্থকদের সামনে ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।
মোহনবাগানে সইয়ের পর অনিরুদ্ধ থাপা বলেছেন, ‘সবুজ-মেরুনে সই করতে পেরে আমি ভীষণ খুশি। ভারতীয় ফুটবলে মোহনবাগান জার্সির ঐতিহ্য আর প্রভাব অপরিসীম। সেই জার্সি পরে মাঠে নামব। এটা ভেবেই রোমাঞ্চিত। মাঠে নিজের সেরাটা উজাড় করꦍে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
একই সঙ্গে ভারতীয় দলের মিডফিল্ডার বলেন, ‘ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা। সেখানে খেলার স্বপ্ন এ বার পূরণ হবে। ছেলেবেলায় পৈলান অ্যারোজে খেলার সময়ই ডার্বির কথা শুনেছি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে ডার্বিও দেখেছি অনেকবার। 🔜হাজার হাজার সমর্থকদের সামনে ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি। নিজের সেরাটা ধরে রাখতেও তৎপর। দেশ-বিদেশের সেরা ফুটবলারদের সই করাচ্ছে মোহনবাগান। তাই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। এএফসি কাপেও ভালো ফলের আশায় আছি আমরা।’
দলে যুক্ত হওয়ার আগে কোচ জুয়ান ফেরান্দো সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছেন থাপা। বাগান কোচের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনিরুদ্ধ বলেন, ‘কোচের খেলার স্টাইল সম্পর্কে আমি জানি। আক্রমণাত্মক ফুটবলই পছন্দ করেন। বল ধরে সবসময় খেলতে বলেন। দলের🐻 বেশিরভাগ ফুটবলারই ফেরান্দোর স্টাইল সম্পর্কে অবগত। আমাকেও সেটা রপ্ত করতে হবে। কোচের স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাইয়ে নিজের জায়গা পাকা করতে চাই। আশাবাদী, স্বপ্নের জার্সিতে খেলতে নেমে আমি সাফল্য পাবই।’
অনিরুদ্ধ থাপাকে দলে নিয়ে মাঝমাঠের শক্তি কয়েকগুণ বাড়িয়ে ন🌺িয়﷽েছে মোহনবাগান। ২৫ বছরের এই মিডিও গত পাঁচ বছর খেলেছেন চেন্নায়িন এফসিতে। সেন্ট্রাল মিডফিল্ডে খেলার পাশাপাশি অ্যাটাকিং থার্ডেও বেশ সপ্রতিভ অনিরুদ্ধ। জাতীয় দলের জার্সিতে বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলে নিজেকে মেলে ধরেছেন। এরপর সিনিয়র দলেও অপরিহার্য্য হয়ে উঠেছেন অনিরুদ্ধ থাপা। এরই মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে ৪৫টি ম্যাচ খেলে ফেলেছেন। দেশের হয়ে চারটি গোলও আছে অনিরুদ্ধ থাপার। শেষ পর্যন্ত তরুণ তারকার সঙ্গে ৫ বছরের চুক্তি সই করিয়ে ফেলল মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।