দলবদলের বাজার প্রায় শেষের পথে। শুরু হয়ে গেছে বাংলার ফুটবল মরশুম। কয়েকদিন পরই রয়েছে ডুরান্ড কাপ। এরই মধ্যে আনোয়ার আলিকে দড়ি টানাটানি চলছেই। ফুটবল কর্তা রঞ্জিত বাজাজ বরাবরই বিতর্কিত চরিত্র। একাধিক বিষয় নিয়েই মুখ খুলে থাকেন তিনি। এরই মধ্যেই বোমা ফাটিয়ে বুধবার তিনি দাবি করেছিলেন মোহনবাগান দলে খেলা ডিফেন্ডার আনোয়ার আলিকে নাকি আর সেই দলে খেলতে দেখা যাবে না। ফিফার নতুন নিয়মের জেরে নাকি বাগান ছাড়তে চলেছেন রক্ষণের এই স্তম্ভ। এরপরই বাগানের তরফে আনোয়ারের এক ভিডিয়ো পোস্ট করে বুঝিয়ে দেওয়া হয়, অন্য কোনও ক্লাবেই যাচ্ছেন না আꦉনোয়ার। যদিও বিষয়টি এত তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে না।
আরও পড়ুন-বিরাট উপেক্ষা! গম্ভীরকে কোচ করা নিয়ে হার্দিকের সঙ্গে আলোচনা, কোহলির সঙ্গেꦉ কথা বলল না বিসিসিআই
ফুটবল কর্তা রঞ্জিত বাজাজ জানিয়েছিলেন ফিফার নতুন নিয়ম অনুযায়ী এক বছরের বেশি কোনও ফুটবলারকে লোনে রাখতে পারবেন না দলগুলি। ফলে আনোয়ারের ক্ষেত্রে একই নিয়ম লাগু করার প্রশ্ন তোলেন রঞ্জিত, কারণও আছে। মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দী ক্লাব ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আনোয়ারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এই মূহূর্তে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে অন্যতম সেরা আনোয়ার। জাতীয় দলেরও অপরিহার্য অঙ্গ। ইস্টবেঙ্গল স্বদেশি ডিফেন্ডার অত্যন্ত প্রয়োজন, তাই তাঁকে নিতেও অলআউট ঝাঁপাচ্ছে তাঁরা। রঞ্জিত বাজাজের ক্লাবে অতীতে⛄ খেলাকালীন বাগানে লোনে এসেছিলেন আনো𓂃য়ার, ফলে ফিফার নিয়ম অনুযায়ী আনোয়ারকে ফের নিজের দল দিল্লি এফসির ফুটবলার হিসেবেই দেখছেন বাজাজ। তাই আনোয়ারের এরপরের গন্তব্যও তিনি ঠিক করে দিতে চাইছেন। লোনে ইস্টবেঙ্গলে আনোয়ারকে ছাড়লে, সেই সুযোগে আর্থিক দিক থেকেও লাভবান হবে দিল্লি এফসি, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-বিরাট নয়! বꩵিদেশের মাটিতে এই ক্রিকেটারই হয়ে উঠত🎃ে পারে তুরুপের তাস! বলছেন গাভাসকর
মোহনবাগান দল অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আনোয়ার ইস্যুতে এক ইঞ্চিও জমি ছাড়ছে না সবুজ মেরুন। ফলে বিষয়টি গড়াচ্ছে এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে মোহনবাগানে লোনে খেলতে পারবেন আনোয়ার নাকি অন্য কোনও ক্লাবে তাঁকে পাকাপাকিভাবে তাঁকে সই করাবে অন্য কোনও ক্লাব। এক্ষেত্রে বলাই বাহ✅ুল্য, ইস্টবেঙ্গল ক্লাব আনোয়ারকে দীর্ঘমেয়াদ🎶ি চুক্তিকে সই করাতে ইচ্ছুক। কিন্তু দিল্লি এফসির সঙ্গে মোহনবাগানের মাঠের বাইরের লড়াইয়ের জেরে তা আটকে রয়েছে।
আরও পড়ুন-পাকিস্তান নিয়ে অব🌄স্থান বদলাচ্ছে না মোদী ৩.০! শ🤡্রীলঙ্কা বা দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায় বিসিসিআই
মোহনবাগান দল অবশ্য আনোয়ারকে দলে রাখতে সমস্ত আইনি পথই খোলা রাখতে চলেছে। ফিফা এই নিয়ম বর্তমানে করলেও যখন আনোয়ারকে দলে নেওয়া হয়েছিল তখন এই নিয়ম লাগু হয়নি। এছাড়া এ🐈ই নিয়ম লাগু করতে ক্লাবগুলোকে পর্যাপ্ত সময় দেওয়ার কথা রয়েছে। সেই যুক্তি কাজে লাগিয়েই আনোয়ারের সার্ভিয় পেতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্টস দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।