মোহনবাগান দিবসের দিন অর্থাৎ ২৯ জুলাই💛 থেকে অনুশীলন শুরু করে দেবে এটিকে মোহনবাগান। নতুন মরশুমে আ🎐ইএসএল এবং এএফসি কাপে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের। তবে তাদের স্থানীয় টুর্নামেন্টে খেলা নিয়ে রয়ে গিয়েছে সংশয়।
আরও পড়ুন: CFL-এর বৈঠকে গরহাজির ATK MB, এই মরশুমেও কলকাতা লℱিগ খেলবে না বাগান? শুরু জল্পনা
এই মরশুমে ডুরান্ড কাপে খেলার কথা রয়েছে জুয়ান ফেরান্দোর বাগানের। তার উপর থাকবে এএফসি কাপের ম্যাচ। সব মিলিয়েꩲ এটিকে মোহনবাগানের যা সূচি, তাতে কলকাতা লিগ কি আদৌ তারা খেলতে পারবে? এমনিতেই লিগ নিয়ে আলোচনা সভায় তারা উপস্থিত ছিল না। তার পর থেকেই সবুজ-মেরু🐼নের কলকাতা লিগে খেলা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
আ﷽রও পড়ুন: মুগ্ধ ফেরান্দো,🦩 অনূর্ধ্ব-২১-এর ২ তরুণের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি বাড়াল ATK MB
২৯ জুলাই থেকে অনুশীলন শুরু। ১৬ আগস্ট থেকে খেলতে হবে ডুরান্ডে। তারপর এএফসি। সব মিলিয়ে কলকাতা লিগে খেলার সময় কোথায়? এ দিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলে দিয়েছেন, ‘আগে ꦉস্কুলে ভালো ফল করার জন্য বৃত্তি দেওয়া হত। মোহনবাগানের সেখানে এএফসি কাপে দেশের প্রতিনিধিত্ব করার পরও শাস্তির হুমকি শুনতে হচ্ছে। আমরা তো আশা করেছিলাম, প্রস্তুতির জন্য আইএফএ সব রকম ভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।