অবশেষে স্বপ্নপূরণ। ১২০ বছরের অপেক্ষার অবসান। বুন্দেসলিগা জয় বেয়ার লেভারকুসেনের। স্বপ্নের সওদাগর জাভি আলোনসোর হাত ধরে পাঁচ ম্যাচ বাকি থাকতে ট্রফি জয়। এতদিন অনেকে মজা করে বলত নেভারকুসেনꦉ। কিন্তু তাঁরাই আজ চ্যাম্পিয়ন। বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে অনেক পিছনে ফেলে লিগ জিতে নিল তাঁরা। ট্রফি জেতার দিন ছিল ডবল আনন্দ। কারণ ওয়ের্দার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে দিল বেয়ার। টানা ১১ বছর ধরে ট্রফি জিতে আসছিল বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত তাঁদের অশ্বমেধের ঘোড়ার দৌড় থামিয়ে দিল আলোনসোর ছেলেরা। শুনতে অবাক লাগলেও এই দল গত ৪৩ ম্যাচে অপরাজিত। এবারের বুন্দেসলিগায় এখনও পর্যন্ত একটি ম্যাচেও তাঁদের হারাতে পারেনি কোনও দল। এমনকি মুলার-কেনদের বায়ার্নও নয়।&nb✱sp;
আরও পড়ুন-পয়লা বৈশাখের সকালে জ෴মজমাট বারপুজো, ইস্টবেঙ্গলে𒈔 হাজির কুয়াদ্রাত, বাগানে দীপেন্দু
ম্যাচের আগেই ফুটবলাররা নিশ্চিত ছিলেন ট্রফি আসছে। সমর্থকরাও সেই মতো কাতারে কাতারে এসেছিল ম্যাচ দেখতে। সমর্থকদের নিরাশ করেনি ফুটবলাররা। ম্যাচের ২৫ মিনিটেই পেনাল্টি পায় লেভারকুসেন। ভিক্টর বোনিফেস গোল করে এগিয়ে দেন দলকে। এরপর প্রথমার্ধে আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি তাঁরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করেন সুইস ফুটবলার গ্রানিত জাকা। এরপরই ম🅺্যাজিকাল স্পেল আসে পরিবর্ত হিসেবে নামা জার্মান ফুটবলার ফ্লোরিয়ান রিটজের পা থেকে। ৬৮ থেকে ৯০, এই ২২ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মাত্র ২০ বছর বয়সি এই ফুটবলার।
৬৮ মিনিটে আন্দ্রিচের পাস থেকে গোল করে যান রিটজ। ৮৩ মিনিটে পালাসিওসের থেকে বল পেয়ে তা গোলে কনভার্ট করেন জার্মানির মিডফিল্ডার রিটজ। ৯০ মিনিটে অ্যালেক্স গ্রিমাল্ডোর থেকে বল পেয়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। এই গোলের সঙ্গে সঙ্গেই বাঁধনছাড়া উচ্ছাসে মাতেন সমর্থকরা। মাঠের লাইনের কাছেই প্রায় চলে আসেন। ১২০ বছরের অপেক্ষার অবসান ঘটছে। তাই আবেগের বিচ্ছুরণ দেখা যায় সমর্থকদের মধ্যে। ফুটবলারদের বারবার বোঝাতে দেখা গেল সমর্থকদের একটু শান্ত হওয়ার জন্য। কিন্তু এই আনন্দের দিনে কি আর নিজেদের সামলানো যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করলেন হাজার হাজার সমর্থকরা। ইতিহাস তৈরি করা ফুটবলারদের কাঁধে তুলে নিলেন সমর্থকরা। ফুটবলাররাও মাতলেন সেলিব্রেশন।&n💟bsp;
আরও পড়ুন-🌜☂ISL -ঘরের মাঠে খেলা, তাই শিল্ড জয়ের সেরা সুযোগ, হুংকার মোহনবাগানের অনিরুদ্ধ থাপার
এর আগে পর্যন্ত বেয়ার লেভ𒉰ারকুসেনের সেরা সাফল্য বল✅তে দ্বিতীয় স্থানে শেষ করা। তার থেকে আগে আর যাওয়া হয়নি। কিন্তু রবিবার রাতে ৫ ম্যাচ বাকি থাকতেই লিগ পকেটে পুড়ে ফেলল আলোনসোর দল। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন এবং তৃতীয় স্থানে থাকা স্টুটগার্টের থেকে ১৬ পয়েন্টের ব্যবধান বেয়ার লেভারকুসেনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।