☂ কয়েক দিন আগে পর্যন্ত আইএসএলে অনিশ্চিত ছিল হায়দরাবাদ এফসির ভবিষ্যৎ। কয়েক বছর আগে পর্যন্ত আইএসএলের অন্যতম শক্তিশালী দলের নামই ছিল হায়দরাবাদ এফসি। নিজামের শহরের এই দল বেশ চমক দেখিয়েছিল, কিন্তু সামপ্রতিকসময় আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে তাঁদের পক্ষে আইএসএলে খেলাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে ফুটবলারদের চুক্তির অর্থ দিতে না পেরে পরপর ট্রান্সফার ব্যানের মুখে পড়ে নিজামের শহরের এই ক্লাব। এবার কিছুটা হলেও অক্সিজেন পেল তাঁরা। ভারতের বড় এক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তাঁদের দুঃসময়। কথা চলছে, ক্লাবে বিনিয়োগ করার। তবে আইনি বিষয়গুলো দেখার পরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার হবে, সেই কারণে চলতি মাসের শেষ পর্যন্ত সময় নিয়েছে বিনিয়োগকারী সংস্থা।
🅷জানা গেছে বিসি জিন্দাল গ্রুপ হায়দরাবাদ এফসিতে বিনিয়োগ করতে রাজি হয়েছে। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৮জন ফুটবলার টাকা না পাওয়ার অভিযোগ তুলে দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে দেনায় ডুবে থাকা হায়দরাবাদ এফসির পাশে দাঁড়াতে এগিয়ে এল জিন্দাল গ্রুপ। গত সপ্তাহেই জিন্দাল গ্রুপের সঙ্গে প্রাথমিক একটি চুক্তি হয় হায়দরাবাদ এফসির, যার ফলে এবারে আইএসএলে তাঁদের দল খেলতে পারবে সেটা কর্তৃপক্ষ এবং এআইএফএফকে জানায় দল। ১৫ অগাস্টের মধ্যে সমস্যা মেটানোর জন্য হায়দরাবাদ এফসিকে নির্দেশ দিয়েছিল এআইএফএফ।
💧হায়দরাবাদ এফসি ক্লাবের তরফে জানানো হয়েছে এক বিবৃতিতে, ‘ইতিমধ্যেই ক্লাবের মালিকানা হস্তান্তর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই মতো টার্মশিট তৈরিও করা হয়েছে। তবে পুরো বিষয়টা সম্পন্ন হতে গেলে অভ্যন্তরীণ সমস্যা এবং কয়েকটি বিষয় নিয়ে বনিবনা করতে হবে। এই মাসের শেষ পর্যন্ত বিনিয়োগকারী সংস্থা সময় চেয়ে নিয়েছে মালিকানা হস্তান্তর নিয়ে। অনেকগুলো আইনি এবং অর্থনৈতিক জটিলতা রয়েছে, সেই বিষয়গুলো ঠিকঠাকভাবে মিটে গেলেই চুক্তি সম্পন্ন হয়ে যাবে ’।
🧸দলের দায়িত্ব নিলে আগে পুরনো সব ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিতে হবে। এই মূহূর্তে ট্রান্সফার ব্যান থাকায় আগামী মরসুম পর্যন্ত কোনও ফুটবলার নেওয়ার নেওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। গতবছরই আইলিগে দিল্লির একটি দলকে কেনার কথা ভেবেছিল বিসি জিন্দাল গ্রুপ, কিন্তু আর্থিক বনিবনা না হওয়ায় তাঁরা পিছিয়ে যায়, এবার হায়দরাবাদ এফসিতে টাকা ঢালতে চলেছে তাঁরা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইএসএল শুরুর কথা থাকলেও এখনও দল অনুুশীলনেই নামেনি, শুরু হয়নি প্রস্তুতি শিবিরও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।