শুভব্রত মুখার্জি:- চলতি কলকাতা লিগে বেশ ভালো ফর্মে রয়েছে লাল হলুদ ব্রিগেড। দীর্ঘদিন পরে তারা বেশ আধিপত্য রেখেই ফুটবল খেলছে মাঠে। ইতিমধ্যেই তাদের চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে লিগে। শুক্রবার তারা তাদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল পুলিশ এসির বিরুদ্ধে। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ের পরের ম্যাচেই কলকাতা কাস্টমসের বিরুদ্ধে আটকে গিয়েছিল তারা। ফলে কিছুটা হলেও হতাশ হয়ে সেদিন ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গলের সমর্থকদের। সেই হতাশা এদিন যেন সুদে আসলে পুষিয়ে দিলেন লাল হলুদ ফুটবলাররা। পুলিশ এসিকে কার্যত উড়িয়ে দিলেন তারা। ৬-০ ফলের বিরাট ব্যবধানে জয় পেল তারা। লাল হলুদ ফুটবলারদের মু൲হুর্মুহু আক্রমণে এদিন ভেঙে গেল পুলিশের 'ব্যারিকেড'।
আরও পড়ুন… আর কি আশা করত? হঠাৎ করেই বিরাট কোহলি- রবি শাস্ত্রীর বিরুদ্ধে সর🦂ব হলে🅷ন মহম্মদ শামি
কয়েকদিন আগেই কলকাতাতে পা রেখেছেন এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম বড় রিক্রুট জিকসন সিং। বিপুল অঙ্কের বিরাট অঙ্কের টাকায় তাঁকে কেরালা ব্লাস্টার্স থেকে সই করিয়েছে ইস্টবেঙ্গল দল। এদিন খেলার আগে তাঁকে বিদেশের ফুটবলের ঢঙে দর্শকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয়। মাঠে উপস্থিত ছিলেন দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত 🅠ও। ৪ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এসেছেন জিকসন। আর তাঁর পরিচয় পর্বের দিনেই জয়ের সরণীতে ফিরল তাঁর নয়া ক্লাব। এই ম্যাচে বিরাট ব্যবধানে জিতে আপাতত লিগ তালিকায় শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৩।অন্যদিকে ভবানীপুরের ও ৫ ম্যাচে রয়েছে ১৩ পয়েন্ট।তবে গোল পার্থক্যে প্রথম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল দল।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা�� বলেননি গম্ভীর, হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েꦡছে এক অন্য গল্প
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।