সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আসা সকল প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা করে তুলেছে রিয়াল মাদ্রিদ। সেটা আবার দেখা গেল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১০ জনের ♛চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। দুর্দান্ত এই জয়ে সেমিফাইনালের পথটা প্রায় সুগম করে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্নাব্যুতে গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। স্কোরবোর্ড যদিও রিয়ালের ২-০ গোꦬলের জয়ের কথা বলছে। তবুও গোটা ম্যাচ জুড়ে কেবল লস ব্ল্যাঙ্কোসরাই দাপট দেখিয়েছে। রিয়ালের আক্রমণের সঙ্গে পাল্লা দিতে না পেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন বেন চিলওয়েল। ম্যাচের ২১ মিনিটে বেঞ্জেমার করা আর ৭৩তম মিনিটে অ্যাসেন্সিওর বুলেট শটের গোলের ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য ২১ মিনিট অপেক্ষা করতে হয় রিয়াল মাদ্রিদকে। চেলসির জালে বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান করিম বেঞ্জেমা। প্রতিযোগিতায় এটা ফরাসি স্ট্রাইকারের ৯০তম গোল। চ্যাম্পিয়নস 🐻লিগে তার চেয়ে বেশি গোল আছে আর চারজনের। চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগে গোল করলেই বেঞ্জেমা ছুঁয়ে ফেলবেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৪০টি গোল করেছেন রিয়াল♉ মাদ্রিদের প্রাক্তন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১২৯ গোল করে দুইয়ে আছেন পিএসজি-র আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি।
আরও পড়ুন… ফিরতে পারেন হার্দিক, 🎃শক্তি বাড়াত💞ে তৈরি পঞ্জাব, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
রিয়ালের মাঠে ম্যাচের প্𒐪রথম পাঁচ মিনিটে দুটি দুর💯্দান্ত গোলের সুযোগ তৈরি করে চেলসি। আর গোটা ম্যাচে রিয়ালের রক্ষণে ভয় ধরানোর মতো ঘটনা কেবল ওই দুটিই। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অল হোয়াইটসরা। দারুণ আক্রমণে চেলসির রক্ষণভাগকে ব্যস্ত রাখে বেঞ্জেমা, ভিনিসিয়াসরা। আর গোলের জন্য অপেক্ষাও করতে হয়নি খুব বেশি সময়। ম্যাচের ২১তম মিনিটে মধ্যমাঠে বল জিতে ডি বক্সের ভেতর ভাসিয়ে বল বাড়ান দানি কার্ভাহাল। বল পেয়ে পা বাড়িয়ে দেন ভিনিসিয়াস। তবে ভিনির নেওয়া হাফ শট কোনো রকমে হাত দিয়ে ঠেকান চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। কিন্তু পাশ দিয়ে দৌড়ে এসে কেপার ঠেকানো বল সজোরে জালে জড়ান করিম বেঞ্জেমা। আর তাতেই রিয়াল এগিয়ে গেল ১-০ গোলের ব্যবধানে।
অবশ্য চিলওয়েলের লাল কার্ড বৃথা গেছে ম্যাচের ৭৩ মিনিটে এসে। ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়াসের পাস থেকে বল পান অ্যাসেন্সিও। গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শট নেন অ্যাসেন্সিও। আর তাতেই লক্ষ্যভেদ। রিয়াল 🍃মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। আগামী মঙ্গলবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে টিকে থাকতে সে দিন রূপকথার এক প্রত্যাবর্তন করতে হবে পশ্চিম লন্ডনের ক্লাবটিকে। তবে রিয়াল ড্র করলেই চলবে। এক গোলে হারলেও সমস্যা হবে না তাদের।
আরও পড়ুন… উডকে পিছনে ফেলে বেগুনি টুপির 💧শীর্ষে চাহাল, কমলা টুপির দৌড়ে বাটলার, এক নম্𝐆বরে RR
এদিকে দিনের আরেক ম💮্যাচে ফেভারিট নাপোলিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে এসি মিলান। মিলানের হয়ে একমাত্র গোলটি ম্যাচের ৪০তম মিনিটে করেন ইসমায়েল বেনাকার। ইতালিয়ান সিরি এ-তে নাপোলির শিরোপা প্রায় নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে এগিয়ে𝓡 ১৬ পয়েন্টে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তো ক্লাসের প্রথম বেঞ্চের ছাত্র নয়। এবারই যে প্রথম কোয়ার্টার ফাইনালে! ইউরোপ-সেরা মঞ্চের অনভিজ্ঞ নাপোলি শেষ আটের প্রথম লেগে আটকে গেছে ইতালিরই আরেক ক্লাব এসি মিলানের কাছে। চ্যাম্পিয়নস লিগের সাতবারের চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠে নাপোলিকে হারিয়েছে ১-০ গোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।