ইংলিশ প্রিমিয়ার লিগে ট💫ানটান নাটক। রুদ্ধশ্বাস ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে দিল চেলসি। ঘরের মাঠে রাꦓজকীয় প্রত্যাবর্তন চেলসির। শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে ব্লুজরা। কিন্তু ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হলেন কোল পালমার। ম্যাচের শেষ লগ্নে তাঁর জোড়া গোলে হারতে বসা ম্যাচই পকেটে পুড়ে নিল চেলসি।
ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুলই করেননি কোনর গ্যালাঘার। ১-০ এগিয়ে যায় স্ট্যাম্ফোর্ড ব্রিজের দল। ১৫ মিনিট পর আরও একবার মারাত্মক ভুল করে ফেলে ইউনাইটেড। অ্যান্তোনি বক্সের ভিতর ফাউল করায় আরও একবার পেনাল্টি পায় চেলসি। এবার স্পট কিক থেকে শট নিতে এগিয়ে আসেন কোল পালমার।🐟 আন্দ্রে ওনানাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন এই ব্রিটিশ ফুটবলার। ম্যাচে ২-০ এগিয়🥂ে যায় চেলসি।
পিছিয়ে পড়ে কিছুটা গা ঝাড়া দিয়ে ওঠে ম্যান ইউ। চেলসির রক্ষণভাগের ভুলে সহজ গোলের সুযোগ পেয়ে যান আর্জেন্তাইন ফুটবলার গার্নাচো। গোল করে দলের ব্যবধান কমান তিনি। কিছুক্ষণের মধ্যেই ফের গোল। ৩৯ মিনিটে কাউ𒁏ন্টার অ্যাটাক থেকে গোল করে দলℱকে সমতায় ফেরান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। ২-২ গোলে প্রথমার্ধ অমিমাংসিত রেখে লেমন ব্রেকে যায় দুই দল।
৬৬ মিনিটে মার্কাশ রাশফোর্ড মাঠে আসতেই ম্যান ইউয়ের আক্রমনে ঝাঁজ আরও বাড়ে। ১ মিনিট পরই গোল ꧋পায় তারা। অ্যান্তোনির বাড়ানো বল থেকে গোল করে ৩-২ গোলে ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন গার্নাচো। কিন্তু নাটক তখনও বাকি ছিল। রহিম স্টার্লিংকে নামিয়ে শেষ চেষ্টা করেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো।
আইไপিএল সংক্রান্ত যাবতীয় খবর, ছবি, ওয়েবস্টোরি, লাইভ স্কোর আপডেটে চোখ রাখ൲তে ক্লিক করুন এখানে
৯৭ 🐼মিনিটে দিয়েগো দালোটের ভুলে পেনাল্টি পায় চেলসি। সেখান থেকেই গোল করেন চেলসিকে সমতায় ফেরান কোল পালমার। ২ মিনিটের মধ্যেই ফের গোল পেয়ে যায় চেলসি। এক্ষেত্রেও সেই প🐼ালমারই গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। একই সঙ্গে হারতে বসা ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট এনে দেন চেলসিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।