কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছে ২০২৬ বিশ্বকাপের সহ–আয়োজক কানাডা। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম বারেই চমক দিয়েছে তারা। ভারতীয় সময়ে শনিবার সকালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছে ♑༒তারা।
এর আগে ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথম বারের মতো খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার নজির গড়েছিল হন্ডুরাস। তার পর সেই ইতিহাসই স্পর্শ করল কানাডা। কোপার সেমিতে তাদের প্রতিপক্ষ আর্জেন্তিনা। এর আগে গ্রুপ পর্বেও লিওনেল মেসিদের বির⛦ুদ্ধে খেলেছে কানাডা। তবে সেই ম্যাচে তাদের ০-২ হারতে হয়েছিল। এবার সেমিতে সেই বদলা নিতে মুখিয়ে থাকবে কানাডা।
এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ শেষ হলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে কানাডা। টেক্সাসে দুই দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে। আক্রমণ, প্রতি-আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। শুরুর দিকে অবশ্য ভেনেজুয়েলার চেয়ে কানাডার দাপটই ছিল বেশি। যার ফলও তারা হাতেনাতে পায় ম্যাচের ১৩ মিনিটে। জ্যাকব শ্যাফেলবার্গের গোলে লিড পায় কানাডা। ডান প্রা🃏ন্ত দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বল জালে জড়ান শ্যাফেলবার্গ।
তবে গোল খেয়ে হতোদ্যম হয়নি ভেনেজুয়েলা। তারা সমতা ফেরাতে 🍰মরিয়া হয়ে ওঠে। পরের কয়েক মিনিটে বেশ কিছু সুযোগও তারা তৈরি করে। যদিও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ভেনেজুয়েলা। বিরতির পরও একই ছবি ছিল। অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে খেলা গড়াচ্ছিল। দুই দলই চেষ্টা করছিল গোল আদায়ের। শেষ পর্যন্ত সলোমন রনডনের বুদ্ধিদীপ্ত এক শটে কাঙ্ক্ষিত গোল পেয়ে সমত💟া ফেরায় ভেনেজুয়েলা। ম্যাচের ৬৩ মিনিটে প্রতি-আক্রমণে উঠে ভেনেজুয়েলা সমতা ফেরায়। কার্যত নিজেদের বক্সে বল পেয়ে আক্রমণে উঠে ৩৫ গজ দূর থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান রনডন। কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপিয়াউ অনেকটাই সামনে এগিয়ে এসেছিলেন। সেই সুযোগই কাজে লাগান রনডন।
আরও পড়ুন: ইউরোতে ♔অঘটন, ইতালিকে ছিটকে দিয়ে ইতিহাস সুইৎজারল্যান্ডের, পৌঁছে গেল কোয়ার্টারে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।