সেই ১৯৯৩ সালের পর সুইৎজারল্যান্ড কখনও ইতালিকে হারাতে পারেনি। ২০০৪ সালের পর ইতালিও কখনও ইউরোর ক⛄োয়ার্টার ফাইনালের আগে থামেনি। তবে শনিবার সব হিসেব পাল্টে দিয়ে অঘটন ঘটাল সুইৎজারল্যান্ড। জার্মানির বার্লিনে ইতিহাসই লিখল তারা। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল সুইৎজারল্যান্ড। ছিটকে গেল ইতালি।
নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে) টাইব্রেকার গোল ছাড়া কোয়ার্ট🐲ার ফাইনালে উঠল সুইৎজারল্যান্ড। ঐতিহাসিক জয় এনে দেওয়া গোল দু'টি করেছেন রেমো ফ্রেলার এবং রুবেন ভার্গাস। ইতালি পুꦓরো নব্বই মিনিটে শট লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটিই।
আরও পড়ুন: ফের অঘটন ঘটাল🍌 ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা
ম্যাচে শুরু থেকেই দাপট ছিল সুইৎজারল্যান্ডের। ইতালি যেটুকু খেলেছে, সেটা দ্বিতীয়ার্ধেই। প্রথমার্ধে কার্যত তাদের খুঁজে পাওয়াই যায়নি। বরং বিরতি🍎র আগে সুইসরা আক্রমণের বিধ্বস💎্ত করে দিয়েছিল ইতালির রক্ষণকে। খেলার শুরু থেকেই ইতালি ডিফেন্সের নাভিশ্বাস তুলে দিতে কোনও খামতি রাখেননি ভার্গাসরা। ম্যাচের ১২ মিনিটে, সুইৎজারল্যান্ড অধিনায়ক জাকার ক্রস ধরে প্রায় গোল করে ফেলছিলেন এনদোয়ে। কিন্তু একটুর জন্য মিস করেন তিনি।
ম্যাচের ২৪ মিনিটে এমবোলো আর বিরতির ঠিক আগের মুহূর্তে রেইডারের দুরন্ত দু'টি শট বাঁচান ইতালির গোলকিপার দোনারুম্মা। তবে ম্যাচের ৩৭ মিনিটে গোলের মুখ খুলে ফেলে সুইৎজারল্যান্ড। বাঁদিক থেকে পাস বাড়িয়েছিলেন ভার্গাস। সেই পাস ধরে নাটিংহ্যামের মিডফিল্ডার ফ্রেলার গোল লক্ষ্য করে জোরালো শট মারেন। পা বাড়িয়ে সেটা রুখে দিতে চেয়েছিলেন দোনারুম্মা। তবে বল পায়েꦜ লাগলেও, তা গোলে ঢুকে পড়ে। চেষ্টা করেও, শেষ পর🌠্যন্ত রুখতে পারেননি ইতালির গোলরক্ষক।
আরও পড়ুন: জামাইকার বিরুদ্ধ﷽ে কষ্টসাধ্য জয় দিয়ে অভিযান শুরু মেক্সিকোর🎶, ১০ জনের ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা
সুইৎজারল্যান্ড ১-০ এগিয়েই বিরতিতে যায়। দ্বিতীয়া♏র্ধের একেবারে শুরুতেই দ্বিতীয় গোলে পেয়ে যায় সুইসরা। বিরতির পর তখন ২৭ সেকেন্ড মতো খেলা গড়িয়েছে। ভার্গাসের বক্সের♏ বাইরে থেকে নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি দোনারুম্মা। ইতালির গোলকিপারকে পরাস্ত করে নিঃসন্দেহে বিশ্বমানের গোল করলেন ভার্গাস।
২-০ পিছিয়ে পড়ার পর অবশ্য ইতালি তেড়েফুড়ে ওঠে। তারা কিছুটা সংগঠিত ফুটবল খেলতে শ꧒ুরু করে। আক্রমণের ঝাঁজও বাড়ায়। কিন্তু সুইৎজারল্যান্ডের জমাট রক্ষণ তারা ভাঙতে পারেনি। মাঝে একবার ইতালির একটি বল বারেও লাগে। সেখানে ২-১ হয়ে গেলেও, হয়তো ম্যাচ রং বদলাতে পারত। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত ২-০ হেরেই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।