আই লিগের তৃতীয় ডিভিশন থেকে আগেই ছিটকে যায় ভবানীপুর। কেরল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করে টু🃏র্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতার এই ফুটবল ক্লাব। এবার তৃতীয় ডিভিশন থেকে ছিটকে গেল ডায়মন্ড হারবার এফসি। স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে কিবু ভিকুনার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করেছিল তা তিনি একেবারেই টের পাননি। ফলে যা হওয়ার তাই হয়েছে।
প্রথমার্ধে ৪৩ মিনিটের মাথায় ডায়মন্ড হারবারকে গোল করে এগিয়ে দেন কার্লোস। প্রথম গোল পেয়ে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাꦛসী হয়ে ওঠে কিবুর দল। এখানেই তারা থেমে থাকেননি। বলা ভালো, বিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের দ্বিতীয় গোলটি করেন তুহিন শিকদার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ডায়মন🦄্ড। স্বাভাবিক ভাবে জয়ের গন্ধ পেতে শুরু করে দেয় ভিকুনার ছেলেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ডায়মন্ডকে পালটা চাপ দিতে থাকে বেঙ্গালুরুর দলটি। বেশ চাপেই পড়ে যায় ডায়মন্ড হারবার। আর সেই সুযোগে ৬১ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর ফুটবলার প্রবীণ টিগ্গা। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও ধাক্কা খায় কলকাতার ক্লাবটি। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। কিন্তু বিপক্🌞ষের পালটা চাপে কার্যত ব্যাকফুটে চলে যেতে হয় ডায়মন্ড হারবারকে। আর কোনও ভাবেই ম্যাচে ফিরে আসতে পারেনি তারা। বরং শুরুটা ভালো করেও নিজেদের ছন্দ হারিয়ে ফেলে তারা।
প্রথম গোলের ঠিক ২০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান সাইবোরলাং খারপান। ম্যাচের ফলাফল ২-২ দাঁড়ায়। এরপর দুই দলই চেষ্টা চালায় গোল করতে। কিন্তু আর কোনও গোলই কেউ করতে পারেননি। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ ড্♏র হয়। এবং আই লিগের তৃতীয় ডিভিশন থꦡেকে ছিটকে যায় ডায়মন্ড হারবার। এই নিয়ে বাংলার দ্বিতীয় ক্লাব যারা তৃতীয় ডিভিশন থেকে ছিটকে গেল।
একই সঙ্গে, আইলিগের প্রথম ডিভিশনে সোমবার গোকুলাম কেরালা এফসিকে রিয়াল কাশ্মীর। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-০𝕴। অন্য এক ম্যাচে মুখোমুখি হয় ডেকান এফসি এবং দিল্লি এফসি। আর সেই ম্যাচে ১-০ ♚গোলে ডেকান হারিয়ে দেয় দিল্লিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।