২০২৪ আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রি𒈔য়স দিয়ামানতাকোস। এবারের আইএসএলে দুই প্রধানের বিরুদ্ধেই গোল করেছিলেন। মোহনবাগানের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে কলকাতায় এসে গোল করে দলকে জিতিয়েছিলেন গ্রিসের এই ফুটবলার। এরপর ফিরতি লেগেও বাগানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। কেরল দল আইএসএলে তেমন নজরকাড়া ফুটবল না খেলতে পারলেও, তাদের সুপার সিক্সে যাওয়ার একমাত্র কারণই ছিলেন গ্রিসের এই ফুটবলার। একাই লিগে করেছিলেন ১৩ গোল। পজিটিভ বক্স স্ট্রাইকার বলতে যা বোঝায় তিনি তাই। গোলের সামনে বল পেলে তিনি তা তিনকাঠিতে রেখে দেন, এরপর বাকিটা কপালের ওপরও নির্ভর করে। সেই দিমি এবার দল ছাড়তে চলেছে, যাবেন নতুন কোনও𓃲 গন্তব্যে।
আ🔥রও পড়ুন-IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড♔়াই নামছে T20 সিরিজে
ওড়িশার মরিসিও বা মোহনবাগানের কামিন্সের মতো তিনি বক্সের ভিতরেই শুধু নয়, দিমিত্রি পেত্রাতোসের বল নিচে নেমে এসে নিয়েও যান তিনি। কেরলের হয়ে সেই কারণে তার খেলা বেশ নজর কেড়েছিল। যার ফলেই এবারের আইএসএলের মাঝপথ থেকেই তাঁর ওপর নজর ছিল বেশ কয়েকটি দলের। এরই মধ্যে গ্রিসের এই ফুটবলার জানিয়ে দিলেন দুবছর পর অবশেষে কেরল ব্লাস্টার্র দল ছাড়তে চলেছেন তিনি। আর খেলবেন না কেরল ব্রিগেডের হয়ে। আইএসএলের গোল্ডেন বুটজয়ী দিমি দল ছাড়ার কথা ঘোষণা করার পরই আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা, কারণ লালহলুদের নজরেও যে রয়েছে এ🐟ই তারকা।
আরও পড়ুন-যা করেছಌি,বেশ করেছি…অ্যাশেজে বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে বলছেন প্য়াট কামিন্স
নিজের ইনস্টাগ্রামে গ্রিসের এই ফুটবলার লিখেছেন, 'দুর্ভাগ্যবশত অত্যন্ত আনন্দে এবং রোমাঞ্চ ꧙সহকারে কাটানো কেরল ব্লাস্টার্সের সঙ্গে দুবছরের সম্পর্ক শেষ হতে চলেছে। দলের হয়ে এত ভালো মূহূর্ত কাটিয়েছি, যা ব্যাখ্যা করতে পারব না। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছিল, আমি কখনও ভুলব না। প্রথমদিন থেকেই ক্লাব আমায় খুব সমর্থন করে🦩ছিল, কেরল ব্লাস্টার্সকে আমার অনেক অনেক শুভেচ্ছা। '
আরও পড়ুন-উঠে যাচ্ছে এশিয়ান কোটা, বাড়ছে স্যা🌼লারি ক্যা🙈প, বড় পরিবর্তনের ইঙ্গিত ISL-এ
দুই মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে করেছেন ২৮টি গোল। পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। এবারের আইএ🌠সএলে ১৭ ম্যাচ খেলে ১৩টি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট ছিল তাঁর। গত কয়েক মরশুম ধরেই স্ট্রাইকার সমস্যায় জর্জরিত লালহলুদ শিবির তাঁকে নিতে আগ্রহী। ক্লেইটনের পাশে তাঁর জুটি ক্লিক করে গেলে দল দৌড়াবে কুয়াদ্রাতের কোচিংয়ে। তবে দিমিকে কেরল থেকে কলকাতায় আনে পারে কিনা তাঁরা, নাকি বাকি দুই প্রধানও সেই লড়াইতে যোগ দেয়, সেদিকে নজর রয়েছে সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।