কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড় জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। রবিবার বৃষ্টি ভেজা দুপুরে ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৭❀-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল করলেন জেসিন টিকে। গোল পেলেন আইএসএলে খেলা সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়া গোল করেছেন শ্যামল বেসরা, আমন সিকে, সুবܫ্রত এবং অনন্তু এস।
আরও পড়ুন: গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খꦍেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমা🍸র্ক
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম মেজাজে ছিলে লাল-হলুদ বাহিনী। তারা ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায়। বক্সের কাছাকাছি বল পেয়েছিলেন শ্যামল বেসরা। তাঁর জোরালো শট বিপক্ষের বলবিন্দর সিংয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথম গোলটি পাওয়ার পর আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় ইস্টবেঙ্গল। তারা টালিগঞ্জের রক্ষণ নিয়ে রীতিমতো ছেলেখে🔥লা করতে শুরু করে। তবে একের পর এক সুযোগ তৈরি করলে🅠ও, গোল হচ্ছিল না। কিন্তু প্রথমার্ধের শেষের দিকে ম্যাচের ৪৩ মিনিটের মাথায় ২-০ করেন আমন সিকে। ডান দিক থেকে উঠে বিপক্ষের এক ফুটবলারকে কাটিয়ে কোনাকুনি শটে তিনি গোল করে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান। টালিগঞ্জের গোলকিপার মিঠুন সামন্ত বলটি আটকাতে গেলে, তাঁর হাতে লেগে সেটি জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন: ইউরোতে অঘটন, ইতালিকে ছিটকে♉ দিয়ে ইতিহাস সুইৎজারল্যান্ডের, পৌঁছে গেল কোয়ার্টারে
প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ এগিয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে থেকে বিরতিতে যায়। বাকি পাঁচ গোল তারা বিরতির পর দিয়েছে। টালিগঞ্জের একটি গোলও হয়েছে বিরতির🍌 পরেই। টালিগঞ্জ আগ্রগামী দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-২ করে ফেলে। সঞ্জয় শর্মা দুরন্ত একটি গোল করে অক্সিজেন দেন টালিগঞ্জকে। ১৮ গজ দূর থেকে সঞ্জয়ের নেওয়া নিচু শটটি আটকাতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র। তবে গোল খেয়ে তেড়েপুড়ে ওঠে লাল-হলুদ বাহিনী। এর পর তারা যেন গোলের ফোয়ারা ছোটান। ৬৪ মিনিটে বক্সের ভিতরে হাতে বল লাগান টালিগঞ্জের খেলোয়াড় রাজদীপ সর্দার। স্বাভাবিক ভাবেই পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। আর পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি জেসিন। এর ঠিক মিনিট দুয়েক পর একক দক্ষতায় আবার গোল করেন জেসিন। এ বার টালিগঞ্জের অর্ধে বল পেয়ে উঠে গিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোল ৪-১ করেন জেসিন।
আরও পড়ুন: ফের অঘটন ঘটা🐓ল ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা
এর পরেও থামেনি লাল-হলুদ ব্রিগেড। ৭৮ মিনিটে পঞ্চম গোলটি করেন সুব্রত মুর্মু। বাঁ দিক থেকে সায়নের ক্রস মাথা ছুঁইয়ে হেডে গোল করেন তিনি। ৮৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে অনন্তু এস ৬-১ করেন। সংযুক্তি সময়ে ইস্টবেঙ্গলের হয়ে সপ্তম গোলটি করেন সা🌱য়ন। ৭-১ গোলে কলকাতা লিগের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে মাঠ ছাড়েন লাল-হলুদ ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।